আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।
অনেকদিন পরে পোস্ট দিছি। ভুল হলে মাফ করবেন।
আজ আমি যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তাদের জন্য পোস্টটি করছি।
এখন চাইলে আপনি Starting Windows লেখাকে নিজের ইচ্ছা মত দিতে পারবেন।
ইচ্ছা মত ছবি দিতে পারবেন।
এজন্য এখান থেকে মাত্র ৬৪৩ কেবি সফটওয়্যার ডাউনলোড করে নিন।
তারপর নিচের সফটওয়্যারটি ওপেন করে Booting Option এ যান।তারপর নিচে দেখুন Message 1 ও Message 2 আছে।
সেখানে নিজের ইচ্ছা মত যেকোনো কিছু লিখুন তাহলেই হবে।তারপর Apply করুন।
Apply করার পর C ড্রাইভ এ bootmgr লিখা একটি ফাইল আসবে।এটা ডিলিট করবেন না।
আর যারা ছবি দিতে চান তারা Booting এর নিচে Default ক্লিক করলে Image এর অপশন আসবে শেখান থেকে ছবি দিতে পারবেন।
এছাড়া Animated Wallpaper দিলে খুব ভাল।
এছাড়া Background এর কালার পরিবর্তন করতে পাবেন।একটি অথাবা দুইটি Message দিতে পারবেন।
এবার নিজের ইছা মত ছবি দিন লেখা পরিবরতন করুন নিমেষেই।
দেখুন আমি এরকম করেছি।
আমি মাজহারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগলে কমেন্ট করবেন।