কেমন আছেন সবাই? আশা করি ভাল ।
আজকের অবাধ প্রযুক্তির যুগে প্রায় সবারই একটা করে ওয়েবসাইট আছে ।থাকবে নাই বা কেন, মাত্র ১০০০ টাকায় .com ডোমেইন পাওয়া যায় ।আপনি টাকা খরচ করতে চান না? তাতে কি, আছে dot.tk, co.cc কিংবা cu.cc এর মতো ফ্রি ডোমেইন ।সাথে আছে ফ্রি হোস্টিং ।স্ক্রিপ্ট হিসেবে আছে ওয়ার্ডপ্রেস, ড্রুপাল কিংবা জুমলা ।এগুলোও ফ্রি ।কাজেই বানিয়ে ফেললেন একটা সাইট ।মনের মত করে সাজালেন ।
কিন্তু আসল কাজটাই তো বাকি রয়ে গেল ।এসইও করতে হবে ।গুগলের সার্চ রেজাল্টের প্রথম পাতায় ওয়েবসাইটকে আনতে হবে ।আর এর অন্যতম নিয়ামক হয়ে আপনার চোখের সামনে ধরা দিল ব্যাকলিংক ( স্প্যামিংয়ের প্রধান কারণ ? ) ।সকাল বিকাল আপনি টেকটিউনস কিংবা অন্যান্য ব্লগ কিংবা ফোরামগুলোতে কমেন্ট করা শুরু করলেন ।"টিউন অত্যন্ত সুন্দর হয়েছে ।আমার সাইট থেকে ঘুরে আসুন ।"
কিংবা "আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আমার সাইটটা দেখতে পারেন ।" অথবা পোস্টের শেষে "এরকম আরো অসংখ্য টিউন পেতে এখানে আসুন" ইত্যাদি ইত্যাদি ।আপনি তো ভাবলেন এবার গুগল যাবে কই? একমাসের মধ্যে আমার page rank 3 হয়ে যাবে ।কিন্তু হলো না ।কেন হলো না?
পান্ডা আর পেঙ্গুইন তো আছেই ।সাথে আছে নোফলো ডুফলো ব্লগের ব্যাপার ।টেকটিউনসের মত নোফলো ব্লগে সারাদিন স্প্যামিং করলেও গুগল বটকে আকৃষ্ট করতে পারবেন না, বড়জোর কিছু ভিজিটর পেতে পারেন ।আর ভাই কি দরকার এত স্প্যামিং করে? কন্টেন্টের দিকে নজর দিন ।অনপেজ এসইও ভালভাবে করুন ।একদিন না একদিন গুগল আপনাকে মূল্য দেবেই ।
আজ এ পর্যন্তই ।সবাই ভাল থাকবেন ।
আমি রূপকথার কাব্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জয় করুন পৃথিবী