শিখুন চমত্‍কার একটি ধোঁয়ার ম্যাজিক

আসসালামু আলাইকুম ।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটি আমার প্রথম টিউন এবং এই টিউনটি মোবাইলের মাধ্যমে করলাম তাই আশাকরি ভুল হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । ছোটবেলা থেকেই ম্যাজিকের প্রতি আমার প্রবল দুর্বলতা ।যার ফলে ম্যাজিকের কতগুলো কৌশল আয়ত্ত্ব করতে পেরেছি । নিজেকে ক্ষুদে ম্যাজিসিয়ান ভাবতাম ।আজ আমার প্রিয় একটি ম্যাজিক আপনাদের কাছে প্রকাশ করছি ।
কথায় আছে, 'যেখানে ধোঁয়া সেখানেই আগুন ' । কিন্তু বিনা আগুনেও ধোঁয়া হওয়া সম্ভব , সেটাই যাদুকর হাতে-কলমে পরীক্ষা করে দেখাবেন । এই বলে যাদুকর ডান হাতের দুটো আঙ্গুল ঘষতে আরম্ভ করলেন এবং সাথে সাথে ধোঁয়া বেরোতে শুরু করলো অথচ আগুনের কোন নাম গন্ধ ও নেই । আবার আঙ্গুল দুটো আলাদা করতেই দেখা গেল, কোথাই ধোঁয়া হাত একেবারে খালি ।

কৌশলঃ কতক গুলো খালি দেশলাই বাক্সের বারুদ ছুরি/ব্লেড দিয়ে ঘষে তুলে একটা কাচের প্লেটের উপর রেখে দেশলাই দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় । বারুদ জ্বলে যাওয়ার পর উপরের কালো ছাইটা সাবধানে ও আস্তে করে সরিয়ে দিলে নিচে হলুদ রং এর একটা তেলের মত জিনিস দেখা যাবে । সেটাতে ডান হাতের বুড়ো আঙ্গুল এবং তর্জনী ঘষে নিলেই হলো । দেখতে মনে হবে হাত খালি কিন্তু ঐ আঙ্গুল দুটো ঘষলেই ধোঁয়া বেরুতে আরম্ভ করবে ।(আপনি চাইলে এই হলুদ তরল জিনিস টা বোতল ভর্তি করে রাখতে পারবেন এবং সহজে আঙ্গুলে লাগিয়ে ম্যাজিক দেখাতে পারবেন)

পরিশেষে বলতে চাই কখন কোন ম্যাজিসিয়ানের কৌশল যদি আপনার কাছে ধরা পরে যায় তাহলে তা প্রকাশ করে সকলের আনন্দটা মাটি করে দিবেন না । সম্ভব হলে উত্‍সাহীত করুন ।

টিটিতে এটিই আমার প্রথম টিউন সকলের সহযোগিতা ও কমেন্টস আশাকরি । সবাইকে ধন্যবাদ

Level 0

আমি মোঃ হযরত আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । আমি নিজেকে অনেক ভালোবাসি । ভালো লাগে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে থাকতে এবং আমার প্রিয়, কুংফু প্র্যাকটিস করতে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.