ভুল স্বীকার
আমি আমার আগের একটা টিউন এ বলেছিলাম start screen এর apps গুলো বন্ধ রাখতে। কিন্তু ওই apps গুলো ছাড়া উইন্ডোজ ৮ চালানো আর android phn কিনে শুধু কথা বলার মত।
আগের পোস্ট টা দেখতে পারেন এখানে। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/163096
১ লাইনের প্যাঁচাল
আমি এখানে উইন্ডোজ ৮ এর কয়েকটি ফিচার নিয়ে কথা বলব, এগুলোর ব্যবহার সম্পর্কে ভালভাবে জানলে উইন্ডোজ ৮ করে আরও মজা পাবেন।
কি লাগবেঃ বেশি কিছু না, মাত্র একটা windows live or hotmail id. থাকলে ভাল না থাকলে এখান থেকে খুলে নিন। http://www.hotmail.com
এইবার Pc settings/users এ যান। নিচের ছবিটা দেখুন।
নিছের মত একটা option আসবে,
এবার পিসি re-start করুন, দেখবেন live id দিয়ে সাইন ইন হচ্ছে। ব্যাস এখন আপনই সব apps এর স্বাদ নিতে পারবেন। এখন আমি কয়েকটি apps এর কথা বলব।
- মেইল এ ক্লিক করুন, নিচের মত window আসবে, এর মাধ্যমে আপনই মেইল এর সব কাজ করতে পারবেন, এমনকি yahoo,gmail etc account এ ব্যবহার করতে পারবেন সহজে।
- sports যারা খেলা পছন্দ করেন তাদের জন্য অতি দরকারি apps এটা। এর মাধ্যমে আপনই football, formula 1, nfl, basket ball অনেক খেলার update সহ
- tournament o নিরবাচন করতে পারবেন। আরও পাবেন Top scorer, assists, yellow card, red card, shout out, saves etc... সাথে লেটেস্ট নিউজ তো আছেই।
- Calender এটা কিন্তু সাধারন calender নয় তারচেয়ে বেশি কিছু। ধরুন আগামি 12-12-12 date টা জাতে মিস না হয়ে যায় টা আপনাকে মনে করিয়ে দিবে,
- dec 12 date a click করেন বাকিটা ছবি দেখে বুঝে নিন।
- ভিডিও এখান থেকে আপনই latest movier news, review , previews top chart সব এ পাবেন,আর তার সাথে আপনার harddisk এর মুভি গুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন।
- News এমন কোনও খবর নাই যে আপনই পাবেন না, যা মন চায় তাই পাবেন এক জায়গাতেই। সব সুন্দর করে catagory আনুসারে সাজিয়ে রাখা আছে। বাংলাদেশের গার্মেন্টস এ আগুন এর কথা ও লিখেছে।
- Weather এখান থেকে আপনই জানতে পারবেন আজকের দিন্তা কেমন যাবে, তাও আবার প্রতি ঘন্তার আবহাওয়ার কথা, add location থেকে Dhaka,bangladesh দেখিয়ে দিন।
- historical data, maps, tempareture, forecast, সব এ পাবেন ভাই।
- Music গান শুনেন না এমন মানুষ মনে হয় পাওয়া জাবেনা,গানের সব এ পাবেন এই apps তির মাধ্যমে।
- Skydrive নতুন কইরা পুরান প্যাঁচাল পাইরা লাভ নাই, সবাই জানেন এটা কি, খায় না মাথায় দেয়। বিভিন্ন জিনিসের জন্য folder খুলতে পারবেন, taka paisa, dolil potro GF etc......
- Photo সবাই চিনেন কি এটা আমরা সবাই নিজের চেহারা বেসি দেখি প্রেমিকার চেয়ে বেশি। এর মাধ্যমে ছবি নিজের মনের মত করে সাজিয়ে রাখতে পারেন,এছারা facebook, skydrive, flickr,
- gadget etc থেকেও পিক শেয়ার করতে পারেন।
এছাড়া আরও অনেক apps আছে যেগুলো নিয়ে বললাম না, খুব ই সংক্ষেপে লিখছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
thank you