Kaspersky কি এটা সবাই জানে । তাই আর কিছু লেখলাম না । এর অরিজিনাল লাইসেন্স সহজেই ফ্রিতে পেতে পারেন । এটি একটি এমএসএন চায়নার অফার তাই তাদের পুরো সাইটিতেই চায়নিজ ভাষা এবং এর জন্য এমএসএন একাউন্ট আব্যশক । মনে কোন সন্দেহ থাকলে আগে গুগল দিয়ে ট্রান্সলেট করে দেখে নিয়েন ।
১. প্রথমে একটি উইন্ডোতে আপনার লাইভ বা এমএসএন একাউন্টে লগইন করে নিন ।
২. তারপর এই সাইটিতে যান তারপর নিচের মত লেখাটিতে ক্লিক করুন । যদি আক্যাউন্টে আবার পাসওয়ার্ড চায় তাহলে দিন ।
৩. এবার নিচের মত একটি চিত্র দেখবেন ।
৪. এবার আপনার মেইল এ্কাউন্ট চেক করুন । সেখানে লাইসেন্সটি পাবেন ।
অফারটি কয়দিন পর শেষ হয়ে যেতে পারে
[আপডেট: যাদের কি কাজ করছে না তারা দরকার হলে ইন্টারনেট কানেকশন বন্ধ করে তারপর অ্যাকটিভ করুন । আর এটা কিন্তু AntiVirus এর কি , Internet Security এর নয় । আমি অরিজিনাল Kaspersky Internet Security 2010 ইউজ করছি বলে ওটা আনইনস্টল করে এটা ইনস্টল করে নিজের পিসিতে চেক করতে পারিনি । যদি সত্যি কাজ না করে জানাবেন টিউনটি মুছে দিব । তবে আমার এক বন্ধু ইন্টারনেট কানেকশন বন্ধ করে এটা করতে সক্ষম হয়েছে । ধন্যবাদ । ]
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ধন্যবাদ ভাই, লাইসেন্স চাবি পেয়েছি।
তবে আমার কাছে kaspersky ২০০৯ এর এক বছর এর চাবি আছে।