ফ্রিতে নিন Kaspersky AntiVirus 2010 এর ৬ মাসের অরিজিনাল লাইসেন্স

Kaspersky কি এটা সবাই জানে । তাই আর কিছু লেখলাম না । এর অরিজিনাল লাইসেন্স সহজেই ফ্রিতে পেতে পারেন । এটি একটি এমএসএন চায়নার অফার তাই তাদের পুরো সাইটিতেই চায়নিজ ভাষা এবং এর জন্য এমএসএন একাউন্ট আব্যশক । মনে কোন সন্দেহ থাকলে আগে গুগল দিয়ে ট্রান্সলেট করে দেখে নিয়েন ।

কিভাবে পাবেন ?

১. প্রথমে একটি উইন্ডোতে আপনার লাইভ বা এমএসএন একাউন্টে লগইন করে নিন ।

২. তারপর এই সাইটিতে যান তারপর নিচের মত লেখাটিতে ক্লিক করুন । যদি আক্যাউন্টে আবার পাসওয়ার্ড চায় তাহলে দিন ।

৩. এবার নিচের মত একটি চিত্র দেখবেন ।

৪. এবার আপনার মেইল এ্কাউন্ট চেক করুন । সেখানে লাইসেন্সটি পাবেন ।

অফারটি কয়দিন পর শেষ হয়ে যেতে পারে

[আপডেট: যাদের কি কাজ করছে না তারা দরকার হলে ইন্টারনেট কানেকশন বন্ধ করে তারপর অ্যাকটিভ করুন । আর এটা কিন্তু AntiVirus এর কি , Internet Security এর নয় । আমি অরিজিনাল Kaspersky Internet Security 2010 ইউজ করছি বলে ওটা আনইনস্টল করে এটা ইনস্টল করে নিজের পিসিতে চেক করতে পারিনি । যদি সত্যি কাজ না করে জানাবেন টিউনটি মুছে দিব । তবে আমার এক বন্ধু ইন্টারনেট কানেকশন বন্ধ করে এটা করতে সক্ষম হয়েছে । ধন্যবাদ । ]

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই, লাইসেন্স চাবি পেয়েছি।
তবে আমার কাছে kaspersky ২০০৯ এর এক বছর এর চাবি আছে।

এরকম একটি টিউন বোধহয় আগে একবার করা হয়েছিল। আর এই লাইসেন্স কী টা খুব সম্ভবত শুধুমাত্র চাইনিজ ভার্সনের জন্য প্রযোজ্য।

Level 2

ধন্যবাদ ভাই।
আমার কাছে ক্যাসপারস্কাই ২০০৯ এর আজীবনের কী আছে। তারপরও ২০১০ এর লাইসেন্স নিয়ে রাখলাম। কাজে আসবে।

আমারটা কাজ করেনি।
লাইসেন্স কী ছিল এইটা {edited}

Level 0

vai ama k dele khub upokar hoto

[email protected]

Level 2

kaj hoi na
eng setup disilam

Thanks Arif For This Tune. I Am Success.

Nice Tune Again. Wish You All The Best !