আপনার গুরুত্বপূর্ণ ছবিকে পাসওয়ার্ড প্রটেক্টটেড করে ফেলুন

আমরা আমাদের প্রয়োজনে অনেক ছবি তুলে থাকি অথবা কোন প্রজেক্টের জন্য ‍অনেক গুরুত্বপূর্ণ নকশা তৈরি করি। কিন্তু আমরা আমাদের এই নকশা বা ডিজাইনগুলোকে কতটা নিরাপত্তা দিতে পারি? হ্যাঁ আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ ছবিকে নিরাপত্তা দিতে পারবেন। LockImage হল এমন একটি সফটওয়্যার যা আপনার ছবিকে নিরাপত্তা দান করবে। আসুন তাহলে একটু সফটওয়্যারটি সর্ম্পকে জানি।

LockImage সফটওয়্যারটির বৈশিষ্ট্য:

এটি আপনার ছবিটিকে পাসওয়ার্ড প্রটেক্টটেড ইমেজ ফাইলে রূপান্তর করবে।

আর সফটওয়্যারটির সাইজ খুবই অল্প মাত্র 8.63 কেবি।

সফটওয়্যারটি পোর্টেবল বলে ইনস্টলের কোন ঝামেলা নেই। ফলে আপনি আপনার পেন ড্রাইভে করে সফটওয়্যারটি যেকোন জায়গায় নিয়ে যেতে পারবেন।

সফটওয়্যারটি যেভাবে ব্যবহার করবেন:

প্রথমে আপনি এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে রান করুন।

তারপর File> Open এভাবে যান।

আপনি যে ইমেজটি লক করতে চান তা ব্রাউজ করে বের করুন।

এরপর File> Save as যান এবং ইমেজ ফাইলটির একটি নাম দিন।

তারপর Save বাটনে ক্লীক করুন।

তারপর আপনি যেকোন একটি পাসওয়ার্ড বসান।

তারপর ok  তে ক্লীক করুন।

যাক শেষ পর্যন্ত আপনি আপনার ইমেজটিকে একটি পাসওয়ার্ড প্রটেক্টটেড ইমেজ ফাইলে রূপান্তর করতে পেরেছেন।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

দারুন। এক সাথে অনেক ইমেজ় কে লক করা গেলে ভাল হত।

খুব ভাল লাগলো । কাজ়ের জ়িনিশ । ধন্যবাদ ।

Level 0

তো ভাইজান কতা হইলো যে মনে কইরেন আমি একটা ছবি লক করলাম৷ এখন আমার কাছে এই সফট টা আর নাই তখন কি করমু??????

আমি এই জিনিস খানের লাইগ্গা যে কত মাইনষেরে কইছি…..
আফনেরে ধইন্যবাদ৷

Level 0

ভাইজান লিঙ্ক ডা একটু খানি চেক মারেন৷ আমি ডাউনলোড করার পরে কেইয়ের লাইগ্গা জানি এরোর কইতাছে৷

মেতে উঠুন প্রযুক্তি সুরে
https://www.techtunes.io
(একটু এডিট করে দিলাম।)

মোহাম্মদ রকিবুল হায়দার ভাই ইনস্টল হয় না ।

    ভাই এটা তো ‍পোর্টেবল সফটওয়্যার। এটা ইনস্টল করা লাগে না। সফটওয়্যারটি আনজীপ করে শুধুমাত্র ডাবল ক্লীক করলে সফটওয়্যারটি রান হবে।

আনজিপ করে রান করা যােচ্ছ না।

বস মাইন্ড নিয়েন না এটা মাত্র কিছুদিন আগে আমি দিয়েছিলাম ।

https://www.techtunes.io/download/tune-id/14395/

http://www.somewhereinblog.net/blog/ARIFUIUblog/29051928

    বস এবার আপনি মাইন্ড নিয়েন না। আমি কে কোন বিষয় নিয়ে আগে টিউন করেছে তা দেখে টিউন করি না। আমার কাছে যা ভাল লাগে তা নিয়েই আমি টিউন করি। আর টেকটিউনসের কোন জায়গায়ই লেখা নেই যে একই বিষয় নিয়ে একাধিক টিউন করা যাবে না। আর যদি আপনি তাতেও না মানেন তবে দেখেন তো কোনটা আপনার কাছে পড়তে ভাল লাগে আপনারটা না আমারটা? আর সামুর লিংক দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন?

কাজের জিনিস ধন্যবাদ।

ekhon picture ti unlock korbo kivabe??????