আপনারা কি কপি পেষ্ট এর যন্ত্রনায় অতিষ্ঠ, আপনাদের জন্য সুখবর ।আপনি খুব সহজেই আপনার ব্লগ বা সাইটকে কপি করা থেকে বিরত রাখতে পারেন
আমি আজকে আপনাদের এমন একটা টিপস দেব যেটা সত্যিই খুব মজার।
তার আগে আপনি এই লিংক এ ক্লিক করুন ।
সাইটটা অপেন হলে তার থেকে কিছু কপি করার চেস্টা করুন,কি পারলেন নাতো?
এখন এটা করতে হলে আপনাকে যেতে হবে Dashboard->Layout->Edit HTML->Press (Clt+F) type এই কোড টকু খুজে বের করুন<body>
তারপর এটির পরিবর্তে এই কোডটুকু লিখুন
<body oncontextmenu='return false' onmousedown='return false' onselectstart='return false'>
এবার সেভ করে বের হয়ে আসুন ব্যাস কাজ শেষ এবার একটু মিলিয়ে দেখুন আপনার সাইট আপনি কপি করতে পারেন কিনা ।
যদি এই টিপস্এ আপনাদের সাইট কপি পেষ্ট করা বন্ধ না হয় তাহলে আমাকে জানাবেন, আমি আর একটা হট টিপস্ দেব যেটা করলে আপনাদের সাইট সম্পুর্ন কপি প্রতিরোধ যোগ্য হবে ।
আমি কিছুদিন আগে অ্যাডসন্সে অ্যাকাউন্ট খোলা নিয়ে একটি পোষ্ট করেছিলাম
কিন্তু আপনাদের তেমন মতামত না পেয়ে নতুন কিছু লিখলাম না ।
আর যারা অনলাইনে টাকা আয় করতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেননা আমকে সরাসরি মেইল করতে পারেন ।আজকে আর না ,আপনাদের মন্তব্য আমাকে একজন টেকটিউনার হতে সহায়তা করবে তাই ভালোমন্দ যাই হোক মন্তব্য করবেন ।
আমি মামুন হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একমত।