~~ Windows 8 এর কিছু টিপস ~~

بسم الله الرحمن الرحيم

প্রথমে সালাম নিবেন । আশা করি সবাই আছেন । এই ব্লগে এটাই আমার প্রথম পোস্ট , তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ।

►► খুলে দিন সব জানালা ◄◄

( খোল খোল দ্বার রাখিয়োনা আর আ্টকে জানালা কে :P)

আজ এক মাস পূর্ণ হল উইন্ডোজ ৮ অফিসিয়ালি রিলিস পাবার । আমরা অনেকেই উইন্ডোজ ৮ ব্যবহার করছি , কিন্তু এখনও অনেকেই এটাকে অ্যাক্টিভ করতে পারেনি / অনেকে অ্যাক্টিভেশনের ভয়ে ৮ ইন্সটল দিতে সাহস পাচ্ছে না । তাই তাদের জন্যই ৩টি অ্যাক্টিভেটর শেয়ার করছি । যেটি ভাললাগে সেটি দিয়ে অ্যাক্টিভ করে নিবেন ।
দুইটি নরমাল অ্যাক্টিভেটর যা দিয়ে শুধু ৮ অ্যাক্টিভ করতে পারবেন । অন্যটি মাল্টি অ্যাক্টিভেটর যা দিয়ে xp,vista,7,8 এবং office ++ অ্যাক্টিভ করতে পারবেন ।

ডাউনলোড এখানেঃ

✔ (নরমাল)

✔ (নরমাল)

✔ (মাল্টি)

__________________________________________________________

►►৮-এর আউটলুককে দিন ৭-এর রুপ ◄◄

আরেকটা সমস্যা হচ্ছে , আগে যারা এক্সপি বা সেভেন ব্যবহার করতেন তারা প্রথমে নিজেকে ৮-এর সাথে খাপ খাইয়ে নিতে পারছেন না ।নিজের পিসিকে যেন বড়ই অচেনা ,অপরিচিত মনে হয় । বিশেষ করে start মেনু দেখে :(

Win 7 start menu.

তবে এখন আর অচেনা মনে হবে না । এই সফটওয়্যারটির মাধমে ৮ এ পাবেন ৭ এর মত স্টার্ট মেনু । আর সব কিছুই থাকবে ৭ এর মত গোছালো । 😀 😀

ডাউনলোড এখানে

বাজার মূল্য এটার প্রায় ৫ ডলার , কিন্তু আপনাদেরকে ফ্রি দিচ্ছি ।

এটা অ্যাক্টিভ করা , তাই নো চিন্তা ডু ফুর্তি :D

_____________________________________________________________

তারপর gadget তো আছেই ।

উইন্ডোজ ৮-এ ৭-এর মত (by default) gadget অপশন নেই । বিশেষ করে আমার নিজেরই সমস্যা হয়েছিল । য্যাম কত% ব্যবহার হচ্ছে ,
প্রসেসর কতটুকু ব্যবহার হচ্ছে তা স্ক্রীনে দেখতে পারছিলাম না । তবে rainmeter দিয়েও এটার ঘাটতি পুরন করা গেলেও , এটা অনেক ঝামেলার যারা না জানেন তাদের কাছে । এটা দিয়ে ডেস্কটপকে করা যায় অনেক আকর্ষণীয় কিন্তু আজ এটা আমার সিলেক্টেড টপিক না তাই rainmeter নিজে বেশি কিছু বলছি না ।
অন্য সময় এটা নিয়ে বিস্তারিত একটা পোস্ট করব আশা আছে ।

Win8 সফটওয়্যারটির সন্ধান পাবার আগে আমার ডেস্কটপের ছিল এই হাল !!!

পরবর্তী অবস্থা O:)

এই win8 gadget সফটওয়্যারটির মাধ্যমে ফিরে পাবেন সেই পুরনো কিছু ফিচারস । যেমন ৮-এ Hibernate অপশন মিসিং , sleep বিল্ড ইন থাকলেও Hibernate কিন্তু নেই । আর sleep & Hibernate অনেকটা সেম মনে হলেও আছে বেশ কিছু ফারাক। hibernate-এ সুবিধা বেশি । এটা নিয়ে বেশি কিছু বলবনা তফাৎ গুলো আপনারাই বের করে নিয়েন । :P
আর উইন্ডোজ ৮ -এ অনেক সফটওয়্যার ইন্সটল নেয় না আর এটার সবচেয়ে সুবিধা কি জানেন ?? এটা ইন্সটল করার পর উইন্ডোজ ৭ -এর সব gadgets ইজিলি
ইন্সটল করতে পারবেন । আর বিল্ড ইন তো কিছু তো পাচ্ছেনই । :D

তো আর কথা না বাড়িয়ে ডাউনলোড করা যাক

win8

ডাউনলোডঃ এখানে

windows 7 -এর একটি gadget দিচ্ছি , যা দিয়ে ট্রাই করে দেখতে পারেন।

ডাউনলোডঃ এখানে

___________________________________________________________

►► শর্টকাট ◄◄

উইন্ডোজ ৮-এর জন্য আপনাদের শেয়ার করছি কিছু শর্টকাট কি …………

যা আপনার দৈনন্দিন কাজের গতিকে ত্বরান্বিত করবে ।

Windows key
Windows key + M
Windows key + E
Windows key + D
Windows key + Tab button
Windows key + Print screen sysRq
Windows key + Q
Windows key + W
Windows key + F
Windows key + ,
Windows key + R
Windows key + X
Windows key + L
Windows key + O
Windows key + T
Windows key + G
Windows key + H
Windows key + X
Windows key + C
Windows key + B
Ctrl + +

Ctrl + -
Alt + Tab button

__________________________________________________________________

►► ইমেজ রিপ্লেসিং ◄◄

✔ Local account-এর পিকচার সেট করতে:

go >>>>> pc settings > personalize > account picture > browse .

PC settings পেতে সমস্যা হলে এটা ডেস্কটপে রেখে দিন ।

জাস্ট ক্লিক করেবেন এটি আপনাকে যথা স্থানে নিয়ে যাবে । :D

✔ Start screen -এ পিকচার সেট করতে:

go >>>>> pc settings > personalize (1) > Start screen (3)>browse .

✔ Lock screen -এ পিকচার সেট করতে:

go >>>>> pc settings > personalize (1) > Lock screen (4) > browse .

✔ start screen -এ পিকচার সেট করতেঃ

প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।

এখানে থেকে

ইন্সটল করবেন কিন্তু রান করবেন না ।

(কারন এটা ৩০ দিনের ট্রায়াল ভার্সন)

এটা ডাউনলোড করে নিন ।

আবার time stopper রান করেন

ব্রাউস করে

c:/ > program file >

Decor8-এর ট্রায়াল ইন্সটল exe. কে দেখিয়ে দিন ।

যেদিন ট্রায়ালের মেয়াদ শেষ হবে তার ৩-৪ দিন পূর্বের তারিখ সেট করেন ।

create destop short-cut -এ ক্লিক করেন ।

ডেক্সটপে নতুন শর্টকাট একটা আইকন আসবে ।

এখন শর্টকাট আইকনটি তা রান করেন ।

কাজ শেষ ।

ট্রায়ালের মেয়াদ শেষ হবে না ।

আর ফুল ভার্সনের সুবিধা উপভোগ করতে পারবেন ।

বিঃ দ্রঃ সব সফটওয়্যার ” Run as administrator” দিয়ে রান করবেন , আর ডাউনলোড লিঙ্কের পাসওয়ার্ড হছে ‘ Heart Blue ‘

আর কিছু কিছু ফাইল ডাউনলোড করতে সমস্যা হতে পারে তাই মিডিয়াফায়ারে লগইন করে ডাউনলোড করবেন কোন সমস্যা হবে না  

তো আজ এই পর্যন্তই , সবাই ভাল থাকেন সুস্থ থাকেন এই প্রতাশা করছি ।আর হে, কেমন লাগলো জানতে কিন্তু ভুলবেন না

Level 0

আমি Heart Blue। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর ও মান সম্মত টিউন ধন্যবাদ টিউনের জন্য।

প্রিয়তে রাখলাম

Level 0

গোছালো টিউন। ছবি গূলো টিউন এর মান তো আরো বাড়িয়ে দিলো।অনেক দিন পর এরকম একটা মানসম্মত টিউন পড়লাম

    Level 0

    @SHAKIL: ভাইয়া এখানে এটা আমার প্রথম পোস্ট , তাই চেষ্টা করেছি ভালভাবে উপস্থাপন করার । জানি না কতটুকু সম্ভবপর হয়েছে । বাকিটা আপনারাই ভাল বলতে পারবেন । দোয়া করবেন সামনে যেন আরও ভাল কিছু লিখতে পারি । ধন্যবাদ আপনার উৎসাহ প্রদান মূলক মন্তবের জন্য ।

অনেক ধন্যবাদ, এটার খুব দরকার ছিল……আবারও ধন্যবাদ।

    Level 0

    @অদৃশ্য:
    আপনাদের বিন্দু পরিমান যদি কাজে আসে তবে আমার পোস্ট করা সার্থক হয়েছে বলে বিবেচিত হবে । আপনাকে ধন্যবাদ।

Level 0

vaia ami win8 install korar por pc open korle log in screen ase, tar kisukkhon por screen black hoe jai. pore ami Alt+Ctrl+Del press kore porwer icon e click kore restart dile thik moto log in hoe pc open hoi..eita ki dhoroner problem pls amake ektu bolbe..pls help me

    Level 0

    @shakil10: এটা অনেক কিছুর জন্য হতে পারে , তার মধ্যে আপনি অনেক কিছুই উল্লেখ করেন নি, যাই হোক প্রথমে আসছে আপনার উইন্ডোজ কি অ্যাক্টিভ করা ?

vai ami ja activtr ta use kory oitate onak kisu lock thake…. kawki 1ta valo activtr.ar khoj diben? uporar 3ta thake konta valo hobe.. tunar vai iktu janan.. plz

    Level 0

    @আরিফ: সব গুলাই ভাল , ভাল মানে ১০০% working . কিন্তু এটা নির্ভর করে আপনার উইন্ডোজ ভার্সন-এর উপর । যেমন আপনার তা যদি হয় Windows 8 Enterprise/
    Windows 8 Enterprise N / Windows 8 Pro VL /
    Windows 8 Pro N (এগুলা গেঞ্জাইম্মা ভার্সন) তবে প্রথম তা দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন না । ২য় টা /৩য় টা দিয়ে কাজ হবে আশা করি ।
    অনেকে ভার্সন গুল সম্পর্কেনা জেনে আন্দাজে একটা ডাউনলোড করে ইন্সটল করে পরে আর অ্যাক্টিভ করেতে পারে না ।দোষ পড়ে টিউনারের ও সফটওয়্যারের । তাছাড়া “Windows 8 Pro with Media Center” best !!!! , এটার সুবিধা অনেক বেশি । এটা সেটআপ করেন যে কোন তা দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন ।

টিউনটি সুন্দর হয়েছে। কিন্তু শর্টকাটগুলো কোনটি কি কাজের তা লিখলে বিষয়টি বোধহয় পূর্ণতা পেত। ধন্যবাদ।

    Level 0

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য । আমি দিয়ে পারতাম । এমন কি প্রথমে চিন্তা করেছি সাথে কি গুলার কাজ উল্লেখ করে দিব কিন্তু দিলে পোস্ট অনেক বড় হয়ে যাবে । তাছাড়া পড়তে অনেক সময় লাগবে অনেকের কাছে এটা আবার বিরক্তের কারন হয়ে না দাঁড়ায় !! , তাই পরে এর দিলাম না ।

Level 0

@Enemy: ধন্যবাদ দাদা পোস্টটি পড়ে এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য । 🙂

Level 0

কে জন আমাকে বল্লব ৩টা সফটওয়্যার ডাউনলোড করতে সমস্যা হচ্ছে , তার জন্য আমি মেইন ফাইল লিঙ্ক শেয়ার করছি ।

1.(multi activator ) magnet:?xt=urn:btih:7651EE4BD9B6DDFD6583E178A0ED560F6663370F&dn=Microsoft%20Windows%208%20PERMANENT%20Activator%20For%20W8%20Build%209200%20%5bOct%20v.120831-2012%5d&tr=udp%3a%2f%2ftracker.openbittorrent.com%3a80&tr=udp%3a%2f%2ftracker.publicbt.com%3a80&tr=udp%3a%2f%2ftracker.istole.it%3a6969&tr=udp%3a%2f%2ftracker.ccc.de%3a80

2.Start 8 ( start menu ) magnet:?xt=urn:btih:467E26C971FB4AEBB9AC148C55457FEE9A81F950&dn=Stardock.Start8.v1.02.Windows.8.Incl.Keyfilemaker.and.Patch-EMBRACE&tr=udp%3a%2f%2ftracker.openbittorrent.com%3a80&tr=udp%3a%2f%2ftracker.publicbt.com%3a80&tr=udp%3a%2f%2ftracker.istole.it%3a6969&tr=udp%3a%2f%2ftracker.ccc.de%3a80

3.(Gadgets) http://8gadgetpack.bplaced.net/8GadgetPackSetup.msi

prothom ta try korsi.. pura scrn.kalo hoy gesa.. amar windows 8 pro 9200 .. 2nd ta dia kevabe korbo 2nd tate onak gula file bujtasina iktu bistarito bolben?? ar 2nd ta ke 180days ar jonno active. kore??

    Level 0

    @আরিফ:

    আমি আগেই বলেছি pro & Enterprise গেঞ্জাইম্মা ভার্সন , তবে আপনি ২টা দিয়ে ইজিলি অ্যাক্টিভ করতে পারবেন । ফাইলটা extract করে একটা ফোল্ডার পাবেন “Windows 8 Pro Build 9200 Activator” নামে , ওটা এখানে সব কিছু আছে । ধন্যবাদ ।

Level 0

Latest update::: “” All activitaor (win8) https://www.box.com/s/seku63gcyydrmn8aewke