এটি আমার প্রথম টিউন টেকটিউনসে তবে অনেক কিছু পেয়েছি টেকটিউনস থেকে কৃতজ্ঞ তোমার কাছে ।।
ফোল্ডার শেয়ার অনেক নিয়মে করা যাই।তবে আজ একটা নিয়ম শেয়ার করব।এটি আসলে কম্পিউটার নতুন ব্যবহারকারীদের জন্য।যারা এক্সপার্ট তারা তো অনেক জানেন তাদের কাজ থেকে অনেক কিছু শেখার আছে আমারও আপ্নারা আমার ভুল ধরিয়ে দিলে অনেক খুশি হব।এবার কাজের কথা আসি প্রথমে লোকাল এরিয়া কানেকশন থাকা লাগবে। যে ফোল্ডারটিকে শেয়ার করতে চান সে ফোল্ডাররের ওপর রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিসে ক্লিক করুন। নিচের মত উইন্ডো আসবে।
চিত্র - ১
এখন sharing অপশনে ক্লিক করুন তারপর যে উইন্ডো সেখানে Advanced sharing ক্লিক করুন।
চিত্র - ২
এরপর share this folder option এ ক্লিক করে apply and ok তে করুন।
যে পিসি তে শেয়ার করতে চান।সে পিসি তে গিয়ে start button থেকে Run এ গিয়ে ঐ পিসির আইপি লিখুন। ঠিক এরকম \\192.168.0.0 (লোকাল আইপি) লিখে ইন্টার চাপুন।
চিত্র - ৩
username and password দিয়ে ok দিন এখন দেখুন ফোল্ডারটি চলে আসছে। ওপেন করে কপি করুন।
ধন্যবাদ সবাই কে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিবেন খুশি হব।
আমার ব্লগে আগে প্রকাশিত হয়েছে ।।
আমার একটি ছোট্ট সাইট আছে বুঝে উঠতে পারতেছিনা ।আপনারা অনেক এক্সপার্ট আছেন আপনারদের পরামর্শ চাই।
দেখার অনুরোধ রইল allsob.blogspot.com
আমি nirobodi01। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai লোকাল এরিয়া কানেকশন bolte ki brod band line naki amra normali je modem diya conecet kore seta diya hobe? ami ai jinista buji na jodi aktu bujie bolen valo hoy.