সেই উইন্ডোজ ৮ প্রথম থেকেই ব্যবহার করতেসি, কিন্তু এর ডিফল্ট স্টার্ট পিকচার দেখতে দেখতে এক খেয়েমি ধরে গেছে, অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে কি করে নতুনত্ত আনা যায়। খুজতে খুজতে পেয়ে ও গেলাম, আর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক জিনিস্তা কি ও কন কাজের। সফটওয়্যার এর তার নামে decor 8, mane decoration 8. প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করেন। softpedia থেকে নামিয়ে নিন। ছবি ২টা অবশ্যই বড় করে দেখবেন।
http://www.softpedia.com/dyn-postdownload.php?p=225145&t=4&i=1
1. যে কোনও ইমেজ সিলেক্ট করেন, দেখেন সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এসে পরেছে।
২। select all দিলে এক্টার পর একটা ইমেজ auto change হবে।
৩.কতক্ষণ পরপর change হবে টা বলে দিন।
৪। ইমেজ কিভাবে কন angel এ show করবে।
৫. আপনার হার্ডডিস্ক থেকে যে কোনও ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন।
এরপর colors a click korun. ছবি দেখলে সব বুঝে জাবেন।
এছাড়া আরও অপশন আছে বাকিগুলো নিজেরাই পারবেন।
আর এটা বেটা ভার্শন, ৩০দিন ফ্রী তে ব্যবহার করতে পারবেন।
আমি মুরাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি গত কয়েকদিন আগে windows 8 install দিয়েসি। সমস্যা হল আমার mother board এর cd থেকে কোন soft show করতেসে না & mother board এর কনো soft install দিতে পাসি না। plzz.. help me…