আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার ফায়ারফক্সে হোমপেজ কয়টা? আপনি কি উত্তর দিবেন? নিশ্চয়ই বলবেন একটা। কিন্তু আমি যদি আমার ফায়ারফক্সে হোমপেজ 3টা। তাহলে আপনি কি আমাকে পাগল বলবেন? বিস্তারিত না বললে হয়তো তাই বলতে পারেন। অতএব পাগল বলার আগেই আমি আপনাকে বিস্তারিত বলে দেই।
প্রথমে Tools>Options>Main এভাবে যান।
এরপর When Firefox starts থেকে Show my home page সিলেক্ট করুন।
এরপর home page এর ঘরে আপনার ওয়েব এড্রেসগুলো লিখুন। তবে প্রত্যেকটা ওয়েব এড্রেস পাইপ (|) চিহ্নের মাধ্যমে আলাদা করুন।
উদাহরণসরূপ: http://www.google.com|http://www.orkut.com|https://www.techtunes.io
এরপর ok তে ক্লীক করুন।
তারপর আপনার ফায়ারফক্সটি রিস্টার্ট করুন এবং মজা দেখুন।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
ভাই অনেক দিন পর আপনাকে দেখলাম। ভালো লাগলো। আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন।