ফেসবুকে ক্লিক লিংক তৈরী (যাদের ফ্যান পেজ আছে এবং একপেজ এর text লিংক অন্যপেজে দিতে চায় তাদের জন্য।)

আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি। আজকের এই পোষ্ট তাদের জন্য যারা ফেসবুকএ ফ্যানপেজ চালায় এবং যারা একধিক ফ্যান পেজ চালাতে চায় এবং একপেজে অন্য পেজএর লিংক দিতে চায়, যেখানে ulr দেখা যাবেনা শুধু বিস্তারিত, আরোজানতে এ ধরনের ক্লিক লিংক দেখাযাবে। শুরুতেই বলেনেই একটু বড় পোষ্ট বিস্তারিত লেখা আছে এজন্য, কষ্ট করে পড়লে আপনিও পারবেন আপনার পেজ এ অন্যপেজ এর text লিংক দিতে।

সমস্যা নিয়ে সমাধান পাবার উদ্দেশ্যে লিংক সাহায্য চাই কি ভাবে ফেসবুক ফ্যান পেজে অন্য ফ্যান পেজ এর লিংক দিব যেখানে ulr দেখা যাবেনা? এই শিরনামে একটি পোষ্ট দিয়েছিলামা 16 নভেম্বর 2012 তারিখে। অপেক্ষার পর কোন সমাধান না পাওয়ায় বুঝলাম নিজেকেই সমাধান খুজতে হবে। সমাধান করতে পেরেছি এজন্যই আজকের এই লেখা। সমাধান করতে পেরেছি এজন্যই আজকের এই লেখা। বিস্তারিততে যাবার আগে বলে নেই এই লেখা একটু বড় হবে কারন প্রতিটি পদক্ষেপ আমি লিখব যাতে সবাই পারে (যাদের প্রয়োজন)।
এবার শুরু করা যাকঃ-

প্রথমেই বলতে হয় ফেসবুক HTML code support করে না তাই লিংক তৈরী করার জন্য HTML code এর লিংক পোষ্ট করলে কাজ করবেনা এবং ক্লিক লিংক তৈরী হবেনা।

ফেসবুকএ ফ্যান পেজ বা নিজের প্রোফাইল পেজ এর লিংক, ফেসবুক আইডি এর উপর ভিত্তিকরে তৈরী করতে হয়। আইডি সাধারণত প্রথম অবস্হায় পেজ বা নতুন ফেসবুক একাউন্ট তৈরী করার সময় প্রফাইল URL এর সাথে থাকে নিচের লিংক দুটি লক্ষ্য করুনঃ-
http://www.facebook.com/profile.php?id= 164754370333475
http://www.facebook.com/profile.php?id= 186823884763771

আমরা অনেকেই ফেসবুক পেজ বা নতুন ফেসবুক একাউন্ট তৈরী করার পর নিজেদের সুবিধার্থে লিংকটিকে পরিবতন করি নিচের লিংক দুটি লক্ষ্য করুনঃ
http://www.facebook.com/bangla.health.info
http://www.facebook.com/bd.doctor.hospital

এক্ষেত্রে আইডি এর জায়গায় ইউজারনেম “bangla.health.info” এবং ”bd.doctor.hospital” ব্যবহার করা হয়েছে। লিংক তৈরী করার আগে আমাদের আইডি সংগ্রহ করতে হবে।

জেনে নেই তা কিভাবে করব।

যারা URL লিংক পরিবতন করেননি তারা browser এর address bar এ যে URL দেয়া আছে সেখান হতে সংগ্রহ করে নিন । আর যাদের URL লিংক পরিবতন করা হয়েগেছে তারা নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
ক. প্রথমে আপনি ফেসবুকএ লগইন করুন।
খ. ফ্যানপেজ বা নিজের প্রফাইল এ যান, যেটার আইডি যানতে চান।
গ. এবার http://www.facebook.com/ এর “/”এর পর যা আছে (ইউজারনেম) তা কপি করুন বা লিখে নিন।
ঘ. address bar এ https://graph.facebook.com/ টাইপ করুন এবং “/” এর পর কপি করা বা লিখে রাখ (ইউজারনেম) নামটি টাইপ করুন । লিংকটি হবে ”https://graph.facebook.com/ইউজারনেম” এরকম। এবার এন্টার দিন লিংকটিতে যাবার জন্য। যে পেজ আসবে সেখানে "id": "1426159433" এধরনের আইডি পাবেন এবং এটিই হচ্ছে আপনার প্রোফাইল বা ফ্যন পেজ এর ক্ষেত্রে ফ্যন পেজ এর আইডি। আবারও একটা কথা বলছি ফ্যনপেজ এর ক্ষেত্রে ফ্যনপেজ এর ইউজারনেম এবং প্রোফাইল এর ক্ষেত্রে প্রোফাইল ইউজারনেম ব্যবহার করতে হবে আইডি পাবার জন্য।

আইডি তো পেলেন এবার তা ব্যবহার করে লিংক তৈরী করতে নিচের পদ্ধতি অনুসরন করুনঃ-
ক. প্রথমে পোষ্ট করার জন্য STATUS এর নিচে ক্লিক করুন যেখানে “Write Something…” ফ্যনপেজ এর ক্ষেত্রে এবং “What’s on your mind…” নিজের প্রোফাইল পেজ এর ক্ষেত্রে লেখা আছে সেখানে ক্লিক করুন।
খ. এবার নিচের কোডটি টাইপ করুন এবং আইডি এর জায়গায় যে আইডি এর আগে সংগ্রহ করেছেন তা দিন এবং পোষ্ট করুন। কাজশেষ দেখেন নীল রং এর ক্লিক লিংক তৈরী হয়েছে।
@@[0:[আইডি:1: Your Text Here]]
@[আইডি:]

আমার পেজ এ দেয়া ক্লিক লিংক সহ পোষ্ট এর উদাহরন নিচে দিলাম প্রথমে প্রয়োজনে কপি করে STATUS এ পোষ্ট করে দেখেনিতে পারেন ।

উদাহরন:
--------------------------------------------------------------------
@@[0:[164754370333475:1: স্বাস্হ্য তথ্য (বাংলা)]] একটি স্বাস্হ্য বিষয়ক বাংলাপেজ, বিভিন্ন পত্রিকা, ব্লগ, সাইট হতে সংগ্রহ করা স্বাস্হ্য বিষয়ক লেখা নিয়ে এই পেজ পরিচালিত। উদ্দেশ্য নিজে জানা ও অন্যদেরও জানানো।“Doctors & Hospital” এর মত এই পেজও আপনাদের ভাললাগবে নিশ্চই।

@@[0:[164754370333475:1: এখানে]] জানতে পারবেন
১. ধূমপান ছাড়ার ১৩ উপায়
২. তরুণদের বিয়ে ভীতি
৩. বিরক্তিকর পেটের সমস্যা
এবং প্রতিদিন এই ধরনে আরো নতুন নতুন বিষয় নিয়ে পোষ্ট।
লিংক @[164754370333475:]
-----------------------------------------------------------------------

আমার দুটি স্বাস্হ্য বিষয়ক পেজ যার জন্য এই সমাধান খোজা
ইংরেজী Doctors & Hospital
এবং
বাংলা স্বাস্হ্য তথ্য (বাংলা)
ঘুড়ে আসার অনুরোধ রইল । ভাললাগলেও লাগতে পারে।

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। আবার দেখা হবে এই প্রত্যাশানিয়ে শেষ করছি।

Level 2

আমি forhadape। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank u,

ধন্যবাদ আপনাকে। এটা কি group এর জন্য করা যাবে?

    Level 2

    @smart_shovon: ভাই আপনার এই প্রশ্নের পর আমি group এ পোষ্ট করে দেখেছি 100% কাজ করে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।

Level 0

ভাই আপনাদের জ্বালায় তো ফেসবুক ব্যাবহার করাই ঝামেলা হয়ে গেছে। এক পেজ এ গেলে দেখি আরেক পেজ এর এড । বিস্তারিত, আরোজানতে এগুলো দিয়েই তো পেজ ভরা। আবার বিস্তারিত ক্লিক করলে বিস্তারিত তো নাই ই উলটো আরেক পেজ এ নিয়া যায়। আপনারা তো নিজের পেজ এর জন্য ফেসবুক রে পুরাই পচাইয়া ফেলাইতাছেন।

Level 2

ভাই বুঝলামনা পোষ্টটি দিয়ে ভালকরলাম না আপনার মতো অনেকের অপকার করলাম? দুঃখিত আমি এজন্য যে, আপনি এধরনের লিংক সমর্থন করেননা। আমি নিজেও বিরক্ত ছিলাম কিন্তু আমর Doctors & Hospital পেজএ বাংলা ও ইংরেজী দুই ধরনের পোষ্ট থাকায় ফ্যন হয় দুই ধরনের কেউ বাংলা বোঝে আবার কেউ শুধু ইংরেজী বোঝে যার ফলে অনুরোধ আসতে থাকে বাংলায় পোষ্ট দেন আবার কেউ বলে ইংরেজী তে দেন প্লিজ। এ ঝামেলা থেকে নিজেকে মুক্ত করার জন্য নতুন এক পেজ চালু করি যা স্বাস্হ্য তথ্য (বাংলা) নামে পরিচিত। নিজের নতুন এই বাংলা পেজ এর খবর আমার আগের পেজ Doctors & Hospital এর ফ্যন যারা বাংলা বোঝে তাদের কাছে পৌছে দিতেই এই লিংক তৈরী করতে শেখা। টেকটিউনস এবং টিউনার পেজ এর টিউনার ভাইদের সাহায্য না পেয়ে, এই ধরনের কোন বাংলা পোষ্ট না খুজে পেয়ে এবং টিউনার পেজ হতে একভাই এর অনুরোধে ভাবলাম আমি যখন শিখেছি যারা যানতে চায় তাদের শেখাই। যা হোক আমার আগের যার শিরনাম এবং বিষয়বস্তু সাহায্য চাই কি ভাবে ফেসবুক ফ্যান পেজে অন্য ফ্যান পেজ এর লিংক দিব যেখানে ulr দেখা যাবেনা? ছিল, আসলে আমি সমাধান খুজছিলাম এবং সেই সাথে হয়ত আপনাদের বিরক্ত করার জন্য এখন হতে হয়ত নতুন কিছু পেজে এই ধরনের এড যুক্ত হবে। আবারও ক্ষমাচেয়ে শেষ করছি অনাকাঙ্খিত ভাবে কষ্ট দেবার জন্য।

অনেক দিন ধরে এইটা খুজতেছিলাম । ধন্যবাদ

Level 0

ভাইয়া আমি, @@[0:[164754370333475:1: এখানে]] এই ভাবে লিখে পোস্ট করতেসি, কিন্তু পোস্ট হছেনা। please help me.

    Level 2

    @mhasan31: আপনার লেখার মধ্যে নিচের দুই লাইন অবশ্যই থাকতে হবে না হলে পোষ্ট হবেনা এবং প্রথম লাইনটা যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবেন। আমার পোষ্টের উদাহরন দেখুন।

    @@[0:[আইডি:1: Your Text Here]]
    @[আইডি:]

    আশাকরি সমাধান পেয়েছেন। মনে রাখবেন শুধু উপরের একটা লাইন দিয়ে পোষ্ট করার চেষ্টা করলে হবেনা। ধন্যবাদ ।

Level 0

darun…. 🙂

Level 0

Dear bro several time I find it for my page lot of thanks from my heart, Please visit my Study & Working Abroad Blog,

Level 0

tnx bro

Level 0

ভাইজান… মিষ্টি আপনার প্রাপ্য হয়ে গেল… থ্যাংকস এ লট ভাই।

    Level 2

    @rupakdutta: ধন্যবাদ ভাই আপনাকে। তা আমার প্রাপ্য মিষ্টি পাচ্ছি কবে? ধন্যবাদ সবাইকে যারা এই পোষ্ট পছন্দ করেছেন এবং যাদের এই পোষ্ট কাজে লেগেছে।

Level 0

apnake onek dhonnobad

Level New

100000276519774

কাজ হচ্ছে না তো কি করবো শুধু ? চিহ্ন আসে. আমার পেজ এর নাম chhaikola

Level 2

আমি আপনার পেজের আইডি দিয়ে চেক করে দেখেছি, আমি নিজেও বুঝতে পারছিনা কেন হচ্ছেনা। নিজেরটা দিয়ে দেখেছি হয় কিন্তু ………

ঝতে পারছিনা

Level 2

ভাই আমি পেজের নাম দেখা না যায় মত করতে চাচ্ছি, অনেকে করে দেখেছি,জানালে উপকৃত হব। ধন্যবাদ

@@[0:[100007939023972:1: এখানে]]

koi hoi na to

কাজ হয়না।