আপনার মোবাইল নাম্বার কে প্রয়োজন মতো Not Reachable করুন

আমরা অনেক সময় বিশেষ কারন বসত ফোন কল গ্রহন করতে চাই না আবার মোবাইল বন্ধ করে রাখলে বুঝতে পারবে আমি হয়তো ইচ্ছা করে মোবাইল বন্ধ করে রেখেছি তখন মনে হয় যদি আমার মোবাইল টাকে Not Reachable করতে পারতাম তাহলে যে আমাকে কল করছে সে বুঝতে পারত না । সে ভাবতো হয়ত network পাচ্ছে না বলে এরকম হচ্ছে। কিন্তু এ কাজটি সিম বা ব্যাটারি না খুলে কি ভাবে করবেন ।আসুন জানি---আপনার মোবাইলের settings গিয়ে network তারপর Phone;Operator selection গিয়ে Manual সিলেক্ট ব্যাস আপনার মোবাইল search করে available operators খুজে বার করবে তখন আপনার মোবাইলে যে অপারেটারের সিম ব্যবহার করেন সেই অপারেটারের network সিলেক্ট না করে অন্য কোন অপারেটারের network সিলেক্ট করুন। কিন্তু back বোতাম চেপে back করবেন না তাহলে আপনার ফোন টি অবার signal ধরে ফেলবে।প্রয়োজন মতো Not Reachable রাখুন আর Reachable করতে ছাইলে back বোতাম চাপুন।ভালো ও সুস্থ থাকুন।

Level 0

আমি ami bondhu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am student.age 30years.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

dur mia

Level 0

জটিল বুদ্ধি…..! আমি এ রকম কিছু একটা চেয়েছিলাম, বন্ধু ভাই আপনাকে অনেননক থ্যাংক্স…..!

agula age teke i jani

Level 0

মজার তো ! আপনাকে ধন্যবাদ।

Level 0

গুরুত্বহীন। সময় অপচয় করা করা।

    সহমত

    Level 0

    @Mohiny: কে করতে বলছে।

    Level 0

    @Mohiny: এই খানে অনেক টিউন এমন হয় যে গুলো আমার জানা কিন্তু তাই বলে আমি তাকে গুরুত্বহীন বলি না কারন টিউন টা শুধু আমার জন্য নয়।আর অত যদি সময়ের দাম তাহলে শিরনাম পড়ে না আসা উচিৎ ছিলো কারন আমি কোন সাসপেন্স পোস্ট করিনি যে আপনি বোকা হয়ে পোস্টে এসেছেন।

Level 0

আজাইরা

ধুর, এইটা কিছু হইলো …

হায়রে আল্লাহ, এমনো টিউন হয়! এ্যাত্তো কষ্ট না করে মোবাইল প্রোফাইল পরিবর্তন করে অফলাইন বা এ্যারোপ্লেন মোড করে রাখলেই হয়।

    Level 0

    @শামীম রাহমান: আপনি জানেন কি সব ফোনে এ্যারোপ্লেন মোড থাকে না। উৎসাহ না দিয়ে সমালোচনা করা বেশি মজা।

      @ami bondhu: আমি দুঃখিত ভাই। আপনার পোষ্টে মন্তব্য করা আমার ঠিক হয়নি। যদি পারেন তাহলে ক্ষমা করে দিবেন। তবে একটা কথা, আপনি আমার চেয়ে অনেক বেশি টিউন করেছেন, আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন তা আমি মানি। আর সেজন্য, আপনার এটুকু জানা উচিত, টিউন করলে তার সমালোচনা থাকবেই। যদি সে সমালোচনা সহ্য না হয় আপনার তাহলে তো আর আপনি জীবন থেকে কিছুই শিখতে পারলেন না। আবারো বলছি, আমি ক্ষমা প্রার্থী। কথা দিচ্ছি, পারতপক্ষে আপনার কোন টিউনে কোন মন্তব্য আর করবো না। আপনাকে ধন্যবাদ টিউনটি করার জন্য।

        Level 0

        @শামীম রাহমান: আমি যদি আপনাকে আঘাত দিয়ে থাকি ক্ষমা করবেন।দয়া করে আমার পোস্টে কমেন্ট করবেন।

purai ajaira………………

এত কষ্ট করার কি দরকার। শামীম রাহমান ভাইয়ের সাথে একমত।

ফ্লাইট মোড আছে কিসের জন্য????

    Level 0

    @শোভন: ফ্লাইট মোড সব ফোনে থাকে না এটা কি জানেন।

      @ami bondhu: ফ্লাইট মোডের সুবিধা হইল নেটোয়ার্ক বন্ধ রেখেও মাল্টিমিডিয়া/গেইমস/ক্যামেরা এগুলো ব্যাবহার করা যায়। কিন্তু যে সব ফোনে ফ্লাইট মোড নাই সেগুলো তো সুইচ অফ করেই রাখলেই হয়। নেটয়ার্কই যখন নাই তখন মোবাইল চালু রেখে করবেন টা কি?

এর মানে কি ? ক্লাস ফাইভের বাচ্চাও পারে ………

Level 2

টিউনারকে বলছি মানসম্মত টিউন করুন। এইধরনের আজাইরা টিউন দেখার জন্য আমরা টিটিতে আসিনা। শামীম রাহমান ভাইয়ের সাথে একমত।

    Level 0

    @mahmudkoli: এই খানে অনেক টিউন এমন হয় যে গুলো আমার জানা কিন্তু তাই বলে আমি তাকে গুরুত্বহীন বলি না কারন টিউন টা শুধু আমার জন্য নয়।আর অত যদি সময়ের দাম তাহলে শিরনাম পড়ে না আসা উচিৎ ছিলো কারন আমি কোন সাসপেন্স পোস্ট করিনি যে আপনি বোকা হয়ে পোস্টে এসেছেন।

Level 2

ধন্যবাদ টিউনের জন্য। আমাদের দেশে অপারেটর সুইচ করার ব্যবস্থা নেই তাই আপনার ফোনটি সিম সরবরাহকারীর নেটওয়ার্ক বাদে অন্য কোন অপারেট আপনাকে নেটওয়ার্ক এক্সেস দিবে না। আমার ফোনে এধরনের রিকোয়েস্ট পাঠালে “NO NETWORK ACCESS” মেসেজ দেয়। তাই আমার ফোনে এটা হবে না। আর ফোনে ফ্লাইট মোড থাকলে সেটা ব্যবহার করতে পারেন। ফলে ফোন অন থাকবে কিন্তু ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি প্রেরণ/গ্রহণ বন্ধ হয়ে যাবে।

মন্দ নয়

সহমত

Level 2

এত ঝামেলা করার দরকার কি? ফোন টা অফ করে দিলেই তো হয়। আর এই প্রসেস সব মোবাইলে কাজ করে না। আমি nokia asa 311, এবং কয়েক টা চায়না মোবাইল দিয়ে টেস্ট করে দেখেছি।

    Level 0

    @Munim: এগুলি ফালতু সমালোচনা।

এই পদ্ধতি করলেতো তাহলে মোবাইলে আর কোন কাজ করা যাবে না। ভাল লাগলো না।

Eta to sob incoming number er jonyei applicable hobe, kintu emon kono upay achhe ki;jate kono ekta particuler number block kore deoa jabe ba not reachable kora jabe.
*** ei subidha ta Nokia 2280 mobile e paoa jeto.ekhon kon kon mobile e paoya jay ,jani na.
Thanks.

ধন্যবাদ

Level 0

একজন কোনো একটা টিউন করলে, ইনি বলে আমি জানি উনি বলে আমি জানি, গুরুত্বহীন, আরে ভাই টিউনার কি শুধু আপনার জন্য টিউন করেন??? আপনি জানলে আগেই করতেন। আপনি জানলেই তো সবার জানা হলো না। সবার জানার জন্য এক টা টিউন হয়তো অনেক দিন পর আবার একজন করতে পারে, তাতে দোষের কিছু তো নাই, নিজে জানান তো না আরেক জনে করলে তখন সব জান্তা।

thanks bro

Level 0

Poor tune

ভাই এটা করলে ত মোবাইল off তাই বলে not reachable শো করে না আর কোন নতুন পধতি থাকলে শেয়ার করবেন ধন্যবাদ । পুরাই ফালতু,আজাইরা,ধুর মিয়া এইগুলা কোন সমালোচনা হতে পারে না এইগুলা টিউনার কে আঘাত করা এবং পরবর্তী টিউন করতে অনুৎসাহ প্রদান করে তাই এই ধরনের মন্তব্য না করাই TT এর জন্য শ্রেয় । এবং TT তে উল্লেখ আছে কাউ কে কটূক্তি করা যাবে না তাই প্রত্যেক সদস্য কে এ ধরনের মন্ত্যব্য করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ রইল ।যারা এসব মন্তব্য করেন তারা অনেকেই আছে যে কখন ও টিউন করে নি তাই বুঝতে পারছেন না । একটা টিউন করে দেখুন তখন আপনি ও চাইবেন সবাই ভাল মন্তব্য করুক । টিউন করলেই যে সব টিউন ভাল হবে তাত না আর এই টিউন টিতে ত ভাল মন্তব্য ও রয়েছে তা দেখেই ত বোঝা উচিত যে এটা অনেকের ই কাজে লাগছে তারপরেও এসব কটূক্তি করা উচিত কিনা সেটা নিজেরাই একটু ভেবে দেখবেন । সবাইকে ধন্যবাদ

খুব মজার একটি টিউন করলেন তো কাজে আসবে…………..

ভাই অন্যদের কথায় কান দিয়েন না । টিউন ভালো হয়েছে । অনেক শহজ জিনিস ও অনেকে জানে না । তাই বলে তা অন্য কে জানালে কি অপরাধ? যারা বাজে মন্তব্য করতেসেন তারা কি হেড লাইন পড়েন নাই ? নাকি কানা মানুষ হেড লাইন দেখেন না ? নিজেকে পণ্ডিত ভাবেন আপনারা ভালো কথা তবে আমরা সবাই নিজেকে পণ্ডিত ভাবি না । বাজে মন্তব্য না ভালো ভাবে মন্তব্য করুন । আপনি জানেন বলেই টিউন ফালতু এইটা কেমন কথা? @ami bondhu ভাই আপনার পদ্ধতি টা ভালো লাগসে । পরের বার একটা দাত ভাঙ্গা টিউন দেন যারা নিন্দা করতেসে তাদের জন্য 🙂

Level 0

একটা ব্যাপার খুব খারাপ লাগলো ।মানলাম আপনাদের মাঝে আছেন যারা টিউনার থেকে বেশি জানেন।কিন্তু তার মানে কি আপনি তাকে অপমান করে কথা বলবেন? এই টিউন টা পড়তে আপনার খুব বেশি হলে ৫ মিনিট লেগেছে।৫ মিনিটের জন্য তাকে ‘আজাইরা, আগেই জানতাম, সময় নষ্ট করলাম’, এসব কমেন্ট না করলেই কি হত না ? তার ভুল হলে সুন্দর করে ধরিয়ে দিন।এভাবে বাজে কমেন্ট করে নয়।
জানিনা আমার কথা গুলো কে কিভাবে নিবেন।আমার কেন যেন মনে হয় TT তে যতবার ই আসি নতুন কিছু শিখি।যা জানি তার মধ্যেও অনেক পোস্ট হয়।তার পরেও মনে হয় একটা লাইন হলেও নতুন করে শিখেছি।
ধন্যবাদ টিউনার এবং অন্য সবাইকে।
ভাল থাকবেন সবাই।