আপনি কি ব্লগার/রাইটার তাহলে অবশ্যই এটা দেখুন

আমরা যারা বিভিন্ন ব্লগে লেখালেখি করি তারা অনেকই ইংরেজি ব্লগে লেখি।এছাড়া আমরা ইংরেজি পারলেও এটা যেহেতু আমাদের মাতৃভাষা না তাই ভুল হতেই পারে। এটা স্বাভাবিক।কিন্তু অনেকে ব্লগে লেখার সমই ভুল হলে সেগুলো approveহয়ই না । তার অধিকাংশ কারণ লেখার ভুল আর কোয়ালিটি।সুতরাং যেহেতু ব্লগারের কাজটাই হল লেখালেখি করা সেহেতু তারা এই ব্যাপারটা নিয়ে ভেঙ্গে পড়েন।

আর কোনও চিন্তা নেই এখন থেকে আপনে নিজে নিজেই পারবেন কোথায় কোথায় সমস্যা কোথায় আপনি ভুল করেছেন, কিসে ভুল,  SENTENCE নাকি VERBE,NOUN PRONOUN,COREECT WORD ETC অর্থাৎ আপনার এমন কোনও গ্রামারটিক্যাল ভুল নেই যে তারা ধরতে পারেনা।

এখানে আছে বিভিন্ন বাহিরের UNIVERSITY গুলোর টিচার এগুলোর ভুল ধরে সুতরাং বুঝতেই পারছেন আপনার আর্টিকেলটা কার কাছে গিয়ে চেক হচ্ছে।এছাড়া আপনি এটি সহজেই মাগনা সাতদিন ব্যবহার করতে পারবেন সমস্যা নাই আমি দেখাবো কীভাবে আপনি এটা আজীবন ব্যবহার করবেন

তাহলে দেখেন কীভাবে করবেন

  • প্রথমে এইখানে যান
  • এরপর আপনে দেখবেন এইরকম একটি পেজ সুতরাং আপনে যেই লেখাটি চেক করতে চান সেটি PASTE করুন

TECHNOLOGYBLOGSITE

  • তারপর check your text ক্লিক করুন
  • কিছুক্ষণর এটি দেখাবে আপনার কোথাই কোথাই সমস্যা এবং কিসের জন্য এমন হল

TECHNOLOGYBLOGSITE

এরপর আপনে ঐগুলো চেক করে করে পাড়লে নিজে নিজেই চেক করে তা ঠিক করে নিতে পারেন কিন্তু আপনে যদি না পারেন তাঁতেও কোনও PROBLEM নেই তাদের হাতে ছেড়ে দেন সাতদিনের জন্য তাঁরাই মাগনা করে দিবে।

কীভাবে এটি আজীবন করবেন-সহজেই। আমরা যেমন বিভিন্ন VPN HACK করি।একটি আইডি ১০০ mb চালাই তেমনিভাবে আমরা ১বার signupকরে ৭ দিন বেবহার করব।

প্রথমে এইখানে যান সেখানে আপনার SINGUP এর ফরম পাবেন ।তো আপনে এখান থেকে একটি ACCOUNT করেন।

TECHNOLOGYBLOGSITE

এভাবে যতোগুলি দরকার ততগুলি করেন । আল্লাহ হাফে্য

এটি প্রথমে এখানে প্রকাশিত হয়।

Level New

আমি সুজন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

“এডমিন এর দৃষ্টি আকর্ষন করছি”
Affiliate করতে এসেছেন টেকটিউনে ! এটা পিটিসি সাইট নয়, তাই ক্লিক বা রেজিস্ট্রেশন করলেই আপনি কিচ্ছু পাবেন না, যদি না পেমেন্ট করে। আর পেমেন্ট করার মতো( ভোদাই) টেকটিউনে পাবেন কিনা সন্দেহ আছে। সাইটটি ১০০% ভূয়া। চেক করা যায় না, শুধু পেমেন্ট চায়। আর ফলাফল গুলোও ২০০% ভূয়া। বলে স্পেলিং মিস !

Level 0

আর্টিকেলটা কোন ভরসায় চেক করতে দিব। যদি কপি মাইরা দেয় কোন কিছু করার নাই।