আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন । ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা । ইতিপূর্বে কম্পিউটার এবং ইন্টারনেট এর বিভিন্ন বিষয়ে টিপস নিয়ে আলোচনা করেছি। আজ আরেকটি বিষয় শেয়ার করব । সাম্প্রতিক মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়াম এ চলছে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এর টেস্ট মেচ। অনেকের বাসায় টিভি নেই, থাকলেও স্যাটেলাইট সংযোগ নেই। তাই একান্ত ইচ্ছা থাকা সত্তেও খেলাটা মিস করতে হয়। আর যদি স্টেডিয়াম এ গিয়ে খেলাটা দেখে আসতে পারেন তবে সেটাতো আরো ভালো। আচ্ছা যাই হোক, স্টেডিয়ামএও যাওয়া হলনা, বাসায়ও দেখতে পারছেননা, ব্যাপারটি যদি এমন হয় তবে আপনার জন্য এ টিপস।
আপনার বাসায় বা অফিসে যদিইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনি সরাসরি খেলাটি উপভোগ করতে পারেন । ইন্টারনেট স্পিড মোটামুটি হলেই চলবে, আর আপনার কম্পিউটার এ ফ্ল্যাশ প্লেয়ার সেটাপ থাকলে ভালো হয় । ফ্ল্যাশ প্লেয়ার সেটাপ করা না থাকলে এখানে ক্লিক করুন। ডাউনলোড করে ব্রাউজার অফ করে সেটাপ দিন । তারপর নতুন করে আবার ব্রাউজার খুলুন, মজিলা কিংবা ক্রম। ক্রমতে ফ্ল্যাশ প্লেয়ার সেটাপ না করলেও চলবে।
এখন ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এর খেলা সরাসরি দেখতে এ লিঙ্কে ক্লিক করুন। আপনার ইন্টারনেট স্পিড মোটামুটি ভালো হলে বাফারিং ছাড়াই চলবে, আর বেশি স্লো হলে কিছুক্ষণ পরপর একটু একটু বাফারিং হবে । আর হ্যা, ১০ সেকেন্ড অপেক্ষা করবেন স্ক্রিন এ আসা অ্যাড রিমোভ হওয়ার জন্য। এখন উপভোগ করুন ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশসহ যেকোনো খেলা সরাসরিআপনার ইন্টারনেট সংযোগ এর মাধ্যমেই ।
সবাইকে ধন্যবাদ ।
কাজটি করতে গিয়ে কোনো সমস্যা ফেস করলে আমাকে জানাতে পারেন ।
আমার ফেসবুক এবং ব্লগ ।
সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
ঘোড়ার ডিমের লিঙ্ক দিসেন।আগে যাচাই করে নিবেন