কিভাবে আপনার Google Wave এ টুইটার ব্যবহার করবেন?

আপনি একজন নিয়মিত টুইটার ব্যবহারকারী। কিন্তু Google wave এ টুইটার ব্যবহার করতে পারছেন না। তাহলে কিভাবে আপনার Google wave এ টুইটার ব্যবহার করবেন। আপনি টুইটারের গ্যাজেটটি গুগল ওয়েভে এ্যাড করতে  নিম্নের নিয়ম অনুসরণ করুন।

আপনার গুগল ওয়েভে লগইন করুন এবং নতুন ওয়েভ স্টার্ট করুন।

উপরের চিত্রে দেখানো সবুজ আইকনটিতে ক্লীক করুন।

নিচের ইউআরটি টাইপ করুন এবং এ্যাড বাটন চাপুন।

http://www.twittergadget.com/gadget.xml

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাই বলেন, গুগল ওয়েভ আমার কাছে অতটা ভাল লাগেনা।

Google wave আমার কাছেও ততটা ভাল লাগেনি । এর অনেক সুবিধা থাকতে পারে কিন্তু অসুবিধাও কম না । তারা যেভাবে বলেছিল যে সারা চ্যাটবিশ্ব দখল করে নিবে সেই রকম কিছুই করতে পারে নাই । আসলে যত গর্জে তত বর্ষে না ।