আমি এর আগে কখনো গ্রেপ ব্যবহার করিনি - গ্রেপ করে কি, যতগুলো ফাইলে আমি যেটা খুঁজছি সেটা খুঁজে পাবে, সবগুলোর নাম ঠিকানা দেখাবে। গ্রেপ উইন্ডোজ এ আছে কিনা আমি জানি না, আমার কম্পিউটারটায় সিগউইন থেকে আমি গ্রেপ চালাচ্ছি, পাথ কনফিগার করার পর।
আমি smilitude। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম