উইন্ডোজ ৮ এর জন্য অফলাইনে .NET Framework 3.5 ইনস্টল করুন খুব সহজে

উইন্ডোজ ৮ ইনস্টল করার পরে,কোনও সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রত্যেকেই একটা সমস্যাতে পড়বেন, সেটা হলো সফটওয়্যার ইনস্টল করতে গেলেই .NET Framework 3.5 ইনস্টল করতে বলে, এছাড়া সফটওয়্যারগুলো ইনস্টল হবে না ।


আমি আজকে,
খুব সহজেই উইন্ডোজ ৮ এ কিভাবে .NET Framework 3.5 অফলাইনে ইনস্টল করবেন সে বিষয়ে আলোচনা করবো ।
চলুন শুরু করা যাক ।
উইন্ডোজ ৮ এর ইনস্টলেসন মিডিয়া (উইন্ডোজ ৮ ডিভিডি/ বুটেবল পেনড্রাইভ) পিসিতে প্রবেশ করান ।
এবার cmd.exe (Command Prompt) কে স্টার্ট মেনুতে সার্চ করে Run As Administrator করুন ।

Command Prompt এ নিচের কমান্ড টি পেস্ট করে Enter কী চাপুন :
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:G:\sources\sxs /LimitAccess

এখানে উল্লেখ্য যে G:\ হচ্ছে ইনস্টলেসন মিডিয়া (উইন্ডোজ ৮ ডিভিডি/ বুটেবল পেনড্রাইভ) এর ড্রইভ Letter ।
আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি অন্য হয় ( )তাহলে কমান্ডে শুধুমাত্র G:\ এর পরিবর্তে ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter টি বসাতে হবে ।
যেমন ধরুন
আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি H:\ হয়,
তাহলে কমান্ড টি হবে
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:H:\sources\sxs /LimitAccess

Command Prompt এ কাজ চলতে থাকবে । কাজ শেষ হলে "The operation completed successfully"
দেখাবে ।
এইবার পিসি রিস্টার্ট দিন ।
ব্যাস কাজ শেষ । এবার আপনি আপনার পছন্দের সফটওয়্যারগুলো আরামসে ইনস্টল করতে পারবেন ।
পূর্বে আমার ব্যক্তিগত ব্লগে প্রকাশিত ।

Level 0

আমি সুফিয়ান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সুফিয়ান আহমেদ। United International University (UIU) তে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশুনা করি। ব্লগিং,চ্যাটিং,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে খুবই আগ্রহী,বিজ্ঞান কল্পকাহিনী পড়তে বেশী পছন্দ করি। যোগাযোগ: ব্যক্তিগত ব্লগ ব্যক্তিগত ওয়ার্ডপ্রেস ব্লগ ফেসবুকে আমি সকলে ভালো থাকুন, খোদা হাফেজ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া। এভাবে সবসময় কাজ হয় না। আমি অনেক বার ট্রাই করেছি। অন লাইন ইন্সটল করাই ভাল মনে করি।

ভাইয়া aita ki 64 bit a kaj kore…………????????????????

Level 0

এর থেকে ৭ ব্যবহার করলেও চলে।টিউনের জন্য ধন্যবাদ।

যখন দরকার ছিল তখন এটি পাই নি । অনেক আগেই এটি করেছি । Still tx for ur tune .

ভাই একটু সমস্যা, আপনার কথা ঠিক মতো বুঝলাম না “যেমন ধরুন
আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি H:\ হয়,
তাহলে কমান্ড টি হবে
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:H:\sources\sxs /LimitAccess

Command Prompt এ কাজ চলতে থাকবে । কাজ শেষ হলে “The operation completed successfully”
দেখাবে ।
এইবার পিসি রিস্টার্ট দিন ।” আমার প্রশ্ন হলো CMD আপনার বর্ননা অনুযায়ী লেখা পেষ্ট করার পর কি এন্টার
চাপতে হবে??

Level 0

It will work, if u just copy the “sxs” folder to HDD and try the same method 😀

Level 0

Khaled Md Tuhidul Hossain vai online a kibhabe install kora jay aktu bolben….

৬৪ বিট এ হয়না

গ্রেট। কাজ হইছে আমার ৬৪ বিট ভার্শনে। অনেক ধন্যবাদ ভাই। বেশ সমস্যায় ছিলাম। 🙂 😀 🙂

Level 0

প্রফেশনাল ৬৪বিটে প্রো তে হইবে না 😛

Vie heavy jhamela hoy… Please soja kono system ase ki??? R vi net book a kono kicu e open hoina. Jemon media player open hoyna. Bole j Resulation 1024×600 konovabe e resulation change kora jai na..

Thank you

Level 0

উইন্ডোজ ৮ এর ইনস্টলেসন মিডিয়া (উইন্ডোজ ৮ ডিভিডি/ বুটেবল পেনড্রাইভ) পিসিতে প্রবেশ করান ।
এবার cmd.exe (Command Prompt) কে স্টার্ট মেনুতে সার্চ করে Run As Administrator করুন (Win+X)। আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি H:\ হয়,
তাহলে কমান্ড টি হবে
cd/
Dism /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:H:\sources\sxs
/LimitAccess

Source: http://www.c-sharpcorner.com/UploadFile/7e39ca/enable-net-3-5-framework-feature-in-windows-8/

Level 0

কমান্ড টি Copy Pest kore dilai hobe, Tobe Command Prompt a obossoi mouse er right click kore pest korte hobe, Ctrl+V dile hobe na.