ফেইসবুক-এ আপনার নোট কে আরো আকর্ষনীয় করে তুলুন

ফেইসবুক ইউজ করেন অথচ এক-আধটা নোট লিখেন নাই এমন ইউজার খুব কমই আছেন। কিন্তু এই নোট দেখতে একেবারেই সাদামাটা, নিরস হয়।

এই নোট কে চাইলে সহজেই আরেকটু আকর্ষনীয় করতে পারেন।

প্রথম কাজ আপনার নোটটা লিখে ফেলুন।

তারপর নোটের হেডিং বা শিরোনাম হিসাবে যে লাইন দিবেন তার আগে ও পরে যথাক্রমে <h1> ও </h1> লিখুন।

উদাহরনঃ আপনার নোটের হেডিং যদি “আসুন ধুমপান কে না বলি” হয় তাহলে লিখতে হবে

<h1>আসুন ধুমপান কে না বলি</h1>

এই ভাবে আরো দুই রকম হেডিং দিতে পারবেন

<h2>আপনার নোটের হেডিং</h2>

এবং

<h3>আপনার নোটের হেডিং</h3>

একই ভাবে নোটের কোন অংশ কে-

* bold করতে                              <b>bold করার অংশ</b>

* italics করতে                           <i>italics করার অংশ</i>

* small size করতে                    <small>small করার অংশ</small>

* big size করতে                         <big>big করার অংশ</big>

* underline করতে                     <u>underline করার অংশ</u>

* strikethrough করতে              <s>strikethrough করার অংশ</s>

*quote করতে                               <blockquote>quote

করার অংশ</blockquote>

* bulleted list করতে               

<ul>

<li>১ম আইটেম বা ১ম লাইন</li>

<li>২য় আইটেম বা ২য় লাইন</li>

<li>৩য় আইটেম বা ৩য় লাইন</li>

</ul>

অর্থাৎ ধরলাম, আপনি আলু, বেগুন, পটল, কুমড়া ইত্যাদি আইটেম কে বুলেট বা লিস্ট আকারে লিখতে চাইছেন তাহলে আপনাকে ঠিক এইভাবে লিখতে হবে

<ul>

<li>আলু</li>

<li>বেগুন</li>

<li>পটল</li>

<li>কুমড়া</li>

</ul>

এইভাবে আপনার নোটকে আকর্ষনীয় করে তুলুন। তবে নোট পাবলিশ করার আগে প্রি-ভি দেখে নিবেন কেমন হল।

ও হে, ফেইসবুকে নতুন নোট লিখতে হলে যে পাশে চ্যাট ও নোটিফিকেশন আছে তার বিপরীত অর্থাৎ আপনার হাতের বাম দিকে (নিচে) অ্যাপ্লিকেশন্স এ ক্লিক করুন। এইখানে যে লিস্ট টি খুলবে সেখানে গ্রুপ, ফটোস, ভিডিও ইত্যাদির সাথে নোটস অপশন টিও দেখতে পাবেন। তাতে ক্লিক করুন। এইবার হাতের ডানদিকে উপরে “রাইট এ নিউ নোট” দেখতে পাবেন।

একটি বোনাস !!

আপনার ফেইসবুক স্ট্যাটাস-এ আপনার কোন বন্ধুকে চাইলেই ট্যাগ করতে পারেন।

এজন্য প্রথমে স্ট্যাটাস-এ @ লিখুন। তারপর আপনি যাকে ট্যাগ করতে চাইছেন তার নাম লিখা শুরু করুন। দেখবেন ফেইসবুক অটোমেটিক আপনাকে ট্যাগ করার জন্য সাজেশন্স দিচ্ছে। এইভাবে কাউকে ট্যাগ করলে তার কাছে একটি নোটিফিকেশন যাবে।

Level 0

আমি আনজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আনজান ভাই কারোও কাজে লাগোগ বা না লাগোগ আমার কিন্তু কাজে লাগবে ।

    ধন্যবাদ ভাই, আমার প্রথম টিউনে প্রথম কমেন্ট করার জন্য। অনেক ভালো লাগছে।

ধন্যবাদ………….

বেশ কাজের জিনিস….. অনেক ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ।…আপনার কাজে লাগলেই আমি খুশি।

Level 2

🙂 🙂 🙂 thXxx ভাইয়া । আরও টিউন চাই…………………………………

    ভাইয়া একটা টিউন করা যে কত কষ্টকর কাজ সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তবুও চেষ্টা থাকবে টিউন করার, দোয়া করবেন।

    আমিও বুঝসিলাম………রে ভাই

🙂

হু টেকটিউনসে টিউন করা আনেক সময়ের কাজ । এর চেয়ে somewhereinblog এ পোস্ট করা সহজ ।

ফেইসবুক স্ট্যাটাস-এ আপনার কোন বন্ধুকে চাইলেই ট্যাগ………………।।এই টা শেখার জন্য কত কি না করসিলাম, আপনাকে অনেক অনেক অনেক অনেক…….।

Level 0

জানতাম ।
তাও ভাল লাগলো