আসসালামু আলাইকুম,নতুন ওএস ৮ ব্যবহার করছেন ?যারা নতুন ওএস ৮ ব্যবহারকারী,এ টিউন শুধু তাদের জন্য।দেরি না করে অপর ভাইয়ের নেট হাঁকান !(নেটকাট সম্পর্কে জানতে এই টিউন দেখে নিন)
কি কি লাগবে?
১. নেটকাট(নতুন হলে ভাল হয়)
২.WinPCap(নতুন হতে দোষ কি ?)
৩.খালি অনুসরন করেন,আর কি !
নেটকাট ইন্সটল করে নিন।এরর দেখাতে পারে, কোন সমস্যা নাই।WinPCap ভাই আর কি যত জট পাকিয়েছে আর কি !(এই মিয়ার জন্যই কাম করতে চায় না)
OK,now proceed to next step.
WinPCap নামিয়ে নিন।ইন্সটল হবার আগে প্রপারটিজ এ প্রবেশ করুন।Compatibility Tab ক্লিক করুন।
Compatibility Mode এ টিক দিন।(XP,Vista or Win7 দিন)
Apply করে Run As Admin করে দিতে পারেন।
এবার ট্রাই করে দেখেন। এবার এরর দেখালেও কোন সমস্যা নেই।
কুপিয়ে ব্যবহার করুন।
ভাল থাকবেন,
আল্লাহ হাফেজ ।
(যারা নেটকাট কখনও ব্যবহার করেননি,তারা এই টিউন দেখে নিতে পারেন)।
আমি Ajmir Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 284 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই বুঝলাম না কি দিয়া কি করতে বুঝাইলেন!! কইছেন যারা নতুন তাগো লেইজ্ঞা তো নতুন রা তো আরো আগে ভকচোদ হইয়া যাইব আপনার এই এতো অতিরিক্ত শর্টকাট এ টিউন দেইক্ষা………… টিউন করেন অথচ একটু বেশি খাইট্টা বিস্তারিত ভাবে বুজাইতে কি কস্ট হয়?