আমার কাজে লেগে ছিলো ভাবলাম আপনাদের যদি কাজে লাগে (নেট স্পিড বাড়ানো)

আমি যখন ডায়াল আপ মডেম ব্যবহার করতাম তখন আমার নেট স্পিডনিয়ে খুব সমস্যায় পরতে হত। তখন কোন সময় আমার সিগনাল ১ ঘাট বেশি হলে ২ ঘাট শো করতো তখন ভাবতাম এই টাওয়ার বেশি কি করে আনবো ।ভাবতে ভাবতে খুলে গেলো বুদ্ধি ---ভাবছেন কি আবার বুদ্ধি বার করলাম।তাহলে শুনুন --আমি একটা কারেন্টের তার নিলাম ঐ তার টার এক দিক ভালো করে কিছু টা অংশ ছিলে নিয়ে আসল ধাতব তার টি বার করে আমার মডেম এর উপরে জরিয়ে দিলাম আর আর একটি অংশ ঐ একই ভাবে ছিলে নিয়ে সেই অংশটি ছাদে গিয়ে টিভির এ্যন্টেনার সাথে বেঁধে দিলাম ।কাজ শেষ আমি অবাক আমার পিসি চালু করে দেখি ৫-৬ টি টাওয়ারের সিগনালের ঘাট নেট স্পিড ও আগের থেকে ভালো ।আমি শুধু টিভির এ্যন্টেনার সাথে বেঁধে টেস্ট করি নি জানালা দিয়ে বের করে দেখেছি বা শুধু ছাদে ফেলে রেখে দেখেছি এ গুলো তে ভালো হয় কিন্তু টিভির এ্যন্টেনার সাথে বেঁধে আমি যে উপকার পেয়েছিলাম তা আমি আজ ও ভূলতে পারিনি।এটা আমার অতীতের অভিজ্ঞতা তাই এর কোনো ছবি দিতে পারলাম না।এখন আমি ব্রডবান্ড ব্যবহার করি কিন্তু সেই দিন গুলি তো ভূলতে পারিনা।এখনো আমাদের বেশির ভাগ ভাই বোন আমার মতো সমস্যা ভোগ করেন যদি আমার এই অভিজ্ঞতা তাদের একজনের ও উপকারে আসে তাহলে আমার এই পোস্ট সফল হবে।ভালো থাকুন ও ভালো রাখুন।ধন্যবাদ।

Level 0

আমি ami bondhu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am student.age 30years.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Try kore dekhte hobe..! amio net speed niye somossay aci…!!! :/

বেশ ভালো মনে হচ্ছে।

আমিও এই পদ্ধতি ব্যবহার করেছি। আসলেই ভাল কাজ করে।

বজ্রপাতের সময়টা ছাড়া আমিও ব্যবহার করি।দারুন কাজ দেয়।

প্রিয়তে নিয়ে নিলাম…কাজের টিউন করেছেন,বিশেষ করে যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য অনেক ভালো একটা টিউন…একটা সময় ছিল যখন মোবাইলের সিগনালের জন্য আলাদা এন্টেনা লাগত…একটা হোল্ডার এর মধ্যে মোবাইলটা রাখতে হত……