আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন । ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা । আমি আইমান । ইতিপূর্বে কম্পিউটার এর ট্রাবলসুটিং বিষয়ে ৫ পর্বের ধারাবাহিক নিয়ে আলোচনা করেছি । আজ কম্পিউটার এর স্পিড বাড়ানো সহ কয়েকটি টিপস নিয়ে আলোচনা করব।
কোনো কিছু করার আগেই কম্পিউটার এর অতিরিক্ত ফাইলগুলো মুছে ফেলুন ...
এজন্য উইনডোজ লোগো কী + R প্রেস করে লিখুন prefetch, temp, %temp%, recent, inf এভাবে একে একে এন্টার দিয়ে সব ফাইল ডিলিট করুন ।
আমরা কম্পিউটার এ বিভিন্ন রকম কাজ করে থাকি। কিছু শর্টকাট জানা থাকলে কাজ দ্রুত করা যায় । সেরকম কিছু টিপস জেনে নিতে পারেন, অনেকে জানেন, যারা জানেননা তারা দেখুন । এর মাধ্যমে আপনারা কাজে গতিশীলতা ফিরে পাবেন। সময় বাচিয়ে অবশিষ্ট সময় অন্য কাজ করতে পারবেন।
মাউস দিয়ে কেন মাই কম্পিউটার এ ঢুকবেন, বেশিরভাগ কাজ কিবোর্ড দিয়েই করুন। উইনডোজ লোগো কী + E প্রেস করলেই আপনি মাই কম্পিউটার এ ঢুকতে পারবেন । আপনি এমএসওয়ার্ড এ ঢুকবেন, সব ভার্সন এ শর্টকাট নেই, তাই সাভাবিকভাবে স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রামস এ গিয়ে এমএসওয়ার্ড এ ক্লিক করে ওপেন করবেন । কিন্তু আপনি যদি উইনডোজ লোগো কী + R প্রেস করে শুধু winword লিখে এন্টার দিন, Microsoft Excel ওপেন করতে শুধু excel লিখে এন্টার দিন । এরপর থেকে শুধু উইনডোজ উইনডোজ লোগো কী + R প্রেস করে এন্টার দিলেই হলো।
তারপর Tools অপশন এ গিয়ে customize এ ক্লিক করুন ।
customize ডায়লগ বক্স আসবে এখানে keyboard অপশন এ ক্লিক করুন ।
তারপর customize keyboard ডায়লগ বক্স আসবে । এখানে specify a command অপশন এ categories লিস্ট এ Fonts সিলেক্ট করুন এবং Fonts লিস্ট থেকে আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করুন । ধরুন আমরা SutonnyMJ সিলেক্ট করব সেক্ষেত্রে ফন্ট টি সিলেক্ট করুন । তারপর Press new shortcut key অপশন এ Alt +Z দিন এবং নিচে Assign এ ক্লিক করুন । একইভাবে ইংরেজির জন্য Times New Roman সিলেক্ট করে Alt + X দিন । Assign এ ক্লিক করুন, বেস হয়ে গেল আপনার শর্টকাট।
এভাবে দ্রুত টাইপ করলে সময় বাচবে, কাজ ও দ্রুততার সাথে সম্পন্ন করতে পারবেন ।
আপনার ডেস্কটপ কেই ওয়ালপেপার বানান। এজন্য ডেস্কটপ সাভাবিক অবস্থায় প্রিন্ট স্ক্রিন প্রেস করুন কিবোর্ড থেকে তারপর উইনডোজ লোগো কী + R প্রেস করে লিখুন mspaint, এন্টার দিন। এখানে Paste করুন, আপনার ডেস্কটপ এর স্ক্রিন চলে আসবে।
এরপর ওই ইমেজ এ গিয়ে রাইট বাটন ক্লিক করে set as desktop background এ ক্লিক করুন, আপনার ডেস্কটপ এর ইমেজটাই ডেস্কটপ এ সেট হয়ে যাবে । এরপর ডেস্কটপ এ রাইট বাটন ক্লিক করে Arrange Icons By থেকে Show Desktop Icons এ ক্লিক করুন । সকল আইকন অদৃশ্য হয়ে যাবে । ওয়ালপেপার হিসেবে ডেস্কটপ এ সেট করা যে ইমেজ দেখাবে তাতে কোনো আইকন আর কাজ করবেনা । আপাত দৃষ্টিতে মনে হবে এগুলো আইকন, কিন্তু ক্লিক করে উলুবনে মুক্ত ছড়ানোর মতোই হবে । কোনো আইকন কাজ করবেনা, সবাই ভাববে আপনার কম্পিউটার লক হয়ে গেছে কিংবা হ্যাং হয়ে গেছে, আপনি চাইলে আবার ডেস্কটপ ইমেজ পরিবর্তন করে দিতে পারেন। আপনার ডেস্কটপ দেখে সবাইকেই বোকা হতে হবে।
আপনার কম্পিউটার দ্রুত অফ করতে উইনডোজ লোগো কি দিয়ে দুইবার U প্রেস করলেই আপনার কম্পিউটার অফ হয়ে যাবে । আর R প্রেস করলে রিস্টার্ট হবে ।
ইউটিউব এ ঢুকতে চান কিন্তু পারছেননা, http://www.youtube.com এ গেলে ঢুকতে পারবেননা, কিন্তু লিঙ্কটি কপি করে শুধু http এর পর s বসিয়ে ঢুকতে পারবেন, এভাবে https ://www.youtube.com খুব শীঘ্রই ইউটিউব খুলে দিবে সরকার, সিস্টেম করে আর ঢুকতে হবেনা। কেননা আপত্তিকর ভিডিও ইতিমধ্যেই সরানো হয়েছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ ।
আমরা কম্পিউটার এ বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি, আর কাজ করতে গিয়ে নানা সমস্সায় পড়ি । যার মধ্যে অন্যতম ভাইরাস এর সমস্যা, ভাইরাস এর আক্রমনে বারংবার অপারেটিং সিস্টেম ও সেটাপ দিতে হয় আমাদের। পেন ড্রাইভ কিংবা ইন্টারনেট থেকে ভাইরাস ঢুকে কম্পিউটার স্লো করে দিচ্ছে প্রতিনিয়ত । এজন্য ভালো পরামর্শ হচ্ছে এফেক্টিভ লাইসেন্স কৃত এন্টিভাইরাস ব্যবহার করা । এজন্য হাজার খানেক টাকা খরচ হলেও আপনার কম্পিউটার থাকবে নিরাপদ । তাই অযথা ঝামেলা পরিহার করে লাইসেন্সকৃত এন্টিভাইরাস ব্যবহার করুন । বেছে নিতে পারেন কেসপারস্কি, ইসেটনোড ৩২ কিংবা নর্টন এন্টিভাইরাস ।
আপনার কম্পিউটার দ্রুত করার জন্য আমার পূর্বের টিউনগুলো দেখতে পারেন ।
তাছাড়া আমার ব্লগ-এওএ বিষয়ে টিপস পাবেন । আর ইন্সটেন্ট সমাধান পেতে আমাকে ফেসবুক এ মেসেজ দিন, সমসসা লিখে পাঠান, সমাধানের পথসহ মূল্যবান পরামর্শ পাবেন । ধন্যবাদ ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
খুবই উপকারের টিউন। আশা করি আমার মতো নতুনদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ কষ্ট করে এত সুন্দর একটি টিউন করার জন।