আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট খুলি , একাউন্ট খোলার সময় পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড দেই । কিন্তু পাসওয়ার্ডের বক্সের ভেতরে যা লিখেন তা লিখা আকারে না দেখিয়ে ...... আকারে দেখায় । মানে অ্যাস্টারিস্ক ক্যারেক্টারে । এটির মূক্ষ্য কারন হচ্ছে সিকিউরিটি । আপনার পাসওয়ার্ডের সূরোক্ষা আরো জোরদার করার জন্যই ব্রাউজার কোম্পানীগুলো এই লিখা গুলোকে লুকিয়ে রাখার ব্যবস্থা করে । এবং অন্যতম কারন হলো যে আপনার কম্পিউটারের পাশদিয়ে কেউ অতিক্রম করলেউ যেনো এই লিখাগুলো দেখতে না পায় ।
কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সিকিউরিটির কারণে কি আমরা এই মূখোষধারী লিখাগুলোকে দেখতেই পাবো না ।
উত্তরটি হচ্ছে যে অবশ্যই পাবো । এবং এর জন্য বিশেষ কনো সফটওয়্যার এর ও প্রয়োজন নেই ।
তো চলুন দেখা যাক কি করে আপনার এই মূখোষধারী পাসওয়ার্ডের মূখোষ উন্মোচন করা যায় ।
১ম ধাপ
ধরুন আপনি আপনার জিমেইলের অ্যাকাউন্টে প্রবেশ করবেন । এর জন্য জিমেইলের লগিন পেজে ঢুকুন ।
এবং যথারীতি ইউজার নেম ও পাসওয়ার্ড প্রবেশ করান ।
এবং এর পরে পাসওয়ার্ড প্রবেশের বক্সে মাউসে ডান বোতামে ক্লিক করুন ।
এর ফলে একটি ড্রপডাউন মেনু আসবে । ঐ মেনু থেকে "Inspect Element" এ ক্লিক করুন ।
এর ফলে আপনার ব্রাউজারের ডকুমেন্ট ইন্সপেক্টর খুলবে ব্রাউজারের নীচের দিকে । (নীচের ছবির মতো)
এইবারে ডকুমেন্ট ইন্সপেক্টর থেকে“password” লিখাটি খুজে বাহির করুন এবং এর পরিবর্তে“Text” স্থাপন করুন । নীচের ছবির মত ।
এইবারে ফাকা কনো জায়গায় মাউসের বাম বোতাম চাপুন এবং আপনার পাসওয়ার্ডের বক্সে দেখুন, ঐ মূখোষ পড়ে থাকা চিহ্নগুলো লিখায় রূপ নিয়েছে ।
দেখুন ... আকারের চিহ্নগুলো লিখায় পরিনত হয়েছে ।
এই পদ্ধতিটি আপনি যে কনো ব্রাউজারেই কাজে লাগাতে পারবেন । শুধুমাত্র ডকুমেন্ট ইন্সপেক্টর খুলতে হবে ।
( একটি বিশেষ অনুরোধঃ- দয়া করে কেউ উদ্দেশ্যমূলক ভাবে কারো ক্ষতির জন্য এই পদ্ধতিটি ব্যবহার করবেন না )
আর হ্যা এই লিখটি এর আগে আমার নিজেস্ব সাইটেই লিখা হয়েছে ।
আশা করি সকলের ভালো লাগবে ।
ধন্যবাদ ।
আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
josh