আপনি যদি windows 8 ব্যবহার করে থাকেন তাহলে ১মিনিট সময় দিন, লেখাটা পড়ুন যদি মনে হয় টিউনটি কাজের তাহলে আরও ১ মিনিট সময় দিন, কিভাবে কি করতে হবে বলছি। খুব ই সোজা ব্যাপার যে কেউ পারবে। যারা লিমিটেড ডাটা ব্যবহার করেন যেমন 1GB তাদের বেসি কাজে দিবে। তো কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে কি করতে হবে। প্রথমে নিচের ছবিটা দেখুন। এখানে sports, finance, videos, weather, music, travel…etc apps গুলো চালু আছে,apps গুলো কিছুক্ষণ পরপর ওয়েব এ চেক করে লেটেস্ট খবর দেয়।আর এতে কিছুতা হলেও নেট স্পীড স্লো হয়ে যায়। আর শুধু শুধু ব্যান্ডউইথ নষ্ট হয়, আপনি ইছে করলে খুব সহজে এগুলো বন্ধ করতে পারেন। কিভাবে দেখুন।
দেখুন এই apps গুলো অহেতুক চালু আছে। এখন আরা এগুলো বন্ধ করবো। ধরুন আপনি weather বন্ধ করবেন। তাহলে,
১। Weather apps এর উপর মাউস এর right button press করুন।
২। এটা menu open হবে। সেখান থেকে press করুন Turn live tile off.
ব্যাস খেল খতম।
কোনও ভুল হলে নিজগুনে ক্ষমা করবেন।
আমি মুরাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks