জেনে নিন টপ টিউন লেখার টপ পদ্ধতি যাতে আপনিও হতে পারেন ‘টপটিউনার’ মাত্র একটি টিউনের মাধ্যমেই (নিজেই যাচাই করুন)

শুরুতেই সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আপনারা নিশ্চয় টিউনটির শিরোনাম পড়ে সন্দেহ করতে শুরু করেছেন যে, মাত্র একটি টিউনের মাধ্যমে কীভবে টপটিউনার হওয়া যায়? আর আমার মত একজন সাধারণ ও নতুন টিউনারই বা কীভাবে বিষয়টি জানতে পারে? আরে বাবা সবই সম্ভব। আমিতো আর বলেনি যে একটি টিউন লিখেই টপটিউনার হওয়া যায়। আমিতো বলেছি যে একটি টিউনের মাধ্যমে। এখন পুরো টিউনটি মনোযোগ দিয়েই পড়ুন, তাইলেই আপনি সব বুঝতে পারবেন।

আমরা সবাই চাই টপটিউনার হতে। আর এজন্য আমরা আজে-বাজে পোষ্ট দিয়ে টেকটিউনের মূল পাতা ভরিয়ে দিই। যার কারণে আমাদেরতো কোন উপকারই হচ্ছে না বরং ভাল ভাল টিউলগুলো পরের পাতায় চলে যাচ্ছে। তাই আমি একটু ভেবে চিন্তে আপনাদের জন্য এই পদ্ধতিটি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে।

টপটিউনার হওয়ার জন্য প্রথমেই আমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের চিন্তা ধারার পরিবর্তন। আমদের অনেকেরই ধারণা যে, বেশী লিখলেই টপটিউনার হওয়া যায়। আসলে কিন্তু তা না। আমাদের যদি টপটিউনারের মত প্রতিভা থাকে তাহলে আমরাও হতে পারি টপটিউনার। আর প্রথমে এই প্রতিভাই আমাদেরকে অর্জন করতে হবে। এই জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে টপনিউনারদের পোষ্ট নিয়মিত পড়া। এতে আমারা একটি মানসম্মত টিউন কেমন হতে পারে সে সম্বন্ধে ধারণা পাব। তাছাড়া আমারা টেকটিউনস কতৃক নির্বাচিত সেরা টিউনগুলোও পড়তে পারি যা এখন আমি করে যাচ্ছি। আরে ভাই, মানুষতো পড়তে পড়তেই শিখে।

এরপর দেখতে হবে যে আমাদের মনে কি এমন কোন প্রশ্ন জেগেছে যে, 'সেরা টপটিউনরা যদি পারে তবে আমি পারব না কেন? তারাওতো একদিন আমার মত ছিল।' যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি মনে করবেন যে আপনি একটি টিউন করার জন্য প্রস্তুত। কারণ আপনার মধ্যে সঠিক আত্নবিশ্বাস জেগেছে। এখন আপনার টিউনের জন্য এমন একটা বিষয় খোঁজ করুন যেন সেটা আমাদের কাজে আসতে পারে এবং তা অন্য টিউনারদের উপকার করে, বিরক্ত নয়।

টিউনের বিষয় নির্বাচনের পর টিউনের জন্য এমন একটি নাম খোঁজেন যা হবে আকর্ষণীয় এবং বিষয়সঙ্গত। আবার যেন এমন নাম দিয়ে বসেননা যাতে টেকটিউনের বদনাম হয়। এরপর টিউনটির জন্য একটি উপযুক্ত ছবি নির্বাচন করুন যা আপনি থাম্বনেইল হিসেব যুক্ত করবেন এবং তার সাথে টিউনটিতে যে বিষয়গুলো আছে তা ট্যাগ করুন। মনে রাখবেন একমাএ টিউনটির নাম ও ছবিই অন্যদের আকৃষ্ট করবে। এখন টিউনটিতে যা যা লিখবেন এবং যেভাবে লিখবেন তা মনে মনে কয়েকবার সাজায়ে নিন। টিউনটি সাজানো হয়ে গেলে আপনি লেখা শুরু করতে পারেন।

আসুন এবার জেনে নিই টিউনটিকে কিভাবে টপ করবেন: টিউনটিকে টপ করার জন্য আপনাকে অবশ্যয় কিছু নিয়ম মেনে তা লিখতে হবে। যেমন, বাবাকে মা আর মাকে বাব লিখলেতো চলবেনা। টিউনটি হতে হবে সম্পূর্ণ নির্ভূল। যথাসাধ্য খেয়াল রাখবেন যেন বানান ভুল না হয়। তাছাড়া গাঁজাখোরি বা অপ্রসঙ্গত কথা মোটেও লিখবেন না যা আমরা টিউনটির দৈর্ঘ্য বাড়ানোর জন্য প্রায়ই করে থাকি। আবার অনেকেই আছেন যারা টিউনটি লিখতে আঞ্চলিক ভাষা ব্যবহার করেন যেটা পড়তে মোটেও মধুর নয়। তবে হ্যাঁ, মজা করার জন্য কিছু কিছু বাক্য আঞ্চলিক ভাষায় লিখতে পারেন।

এসবছাড়াও টিউনের শুরুটা অবশ্যই হতে হবে যেমন আকর্ষণীয় শেষটাও হতে হবে তেমনি অর্থবহুল। যেমন- শুরুতে সবাইকে সালাম, টিউনটি করার উদ্দেশ্য ইত্যাদি জানাতে পারেন। এরং শেষে অল্প কথায় কিছু অর্থবহুল কথা লিখতে পারেন। যেমন- টিউনটি কিভাবে অন্যদের কাজে লাগবে, টিউনটি আপনি কেন করলেন ইত্যাদি।

আপনার টিউনটি লেখা শেষ হয়ে গেলেও তা কিন্তু অপূর্ণ থেকে গেল। সেটা পূর্ণ হবে যদি আপনি টিউনটির ভিতর কিছু বিষয়ভিত্তিক ছবি যোগ করতে পারেন। এতে আপনার টিউনটি অন্যদের বুঝতে সহজ হবে এবং সাথে আরো আকর্ষণীয় হবে (আমি ডিভাইসের কিছু সমস্যার কারণে ছবি দিতে পারলামনা। তাছাড়া বিষিয়ভিত্তিক কোন ছবিও পেলামনা। তাই মাফ দয়া করে মাফ করবেন)। ছবি যোগ করার পর টিউনটির A to Z অর্থাত্‍ প্রথম থেকে শেষ পর্যন্ত ভালভাবে একবার পড়ে নিন। এতে যদি কোন ভুল ধরা পরে তব তা ঠিক করে নিন।

ব্যাস আপনার কাজ শেষ। এবার টিউনটি Publish বা প্রকাশ করুন। তারপর দেখুন, টিউনটি টপ না হয়ে যায় কোথায়।

এবার আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে, "ভাই, টিউনটাতো টপ হল। কিন্তু আমিতো আর টপ হলাম না। তাছাড়া মাত্র একটি টিউন ও টপটিউনারের মধ্যে সম্পর্কটা কোথায়?'' অবশ্যই সম্পর্ক আছে। তাছাড়া আপনাকে কে বলল যে আপনি টপ নন? এখন থেকে আপনিও টপ। কারণ আপনিওতো টপটিউনারদের মত লিখতে পারেন। পার্থক্য শুধু টপটিউনারদের টিউন সংখ্যা বেশী, আর আপনার কম। চিন্তা করবেননা। আপনার টিউনটি টপ হওয়ার পর আপনাকে অন্য টিউনাররা এমন টিউমেন্ট দিবে তাতে আপনার উত্‍সাহ দ্বিগুন হয়ে যাবে। ফলে আপনার মনে আর কোন ব্যর্থতা থাকবেননা। আপনার অর্জিত উত্‍সাহ আপনাকে এই রকম আরো টিউন লেখার প্রেরণা জোগাবে। কি আমি কি ভুল বলছি? আপনানাকে শুধু টিউনলেখা চালায়ে যেতে হবে। তারপর আপনি কবে যে একজন টপটিউনার হয়ে গেছে তা বুঝতেই পারবেননা। আর যেদিন আপনি একজন টপটিউনারে পরিণত হবেন, সেই দিন ভেবে দেখবেন যে, আপনার করা প্রথম টিউনটি কি আপনাকে টপ হতে এতটুকুও সাহায্য করে নি?

যাই হোক, অনেক কিছুই বলার ছিল। কিন্তু অদৃশ্য কিছু সমস্যার কারণে তা আর বলা হল না। আমার লেখা যদি কারো মনে সামান্যও কষ্ট দিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। কারণ আমার উদ্দেশ্য এটা ছিলনা। আমি শুধু চেয়েছি যে লেখাটি পড়ার পর আপনারা যেন আজেবাজে টিউনের মাধ্যমে টেকটিউনের পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকেন এবং প্রত্যেকে যেন মানসম্মত টিউন প্রকাশে আগ্রহী হন। লেখাটির পড়ার পর আপনার মন্তব্য প্রকাশ করুন টিউমেন্টের মাধ্যমে এবং Real Life এ টপ থাকুন অন্যকে সাহায্য করার মাধ্যমে।

Level 0

আমি Showmik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন হয়েছে। ধন্যবাদ

Level 0

আপনাকেও ধন্যবাদ। আপনার পড়ে আমাকেও ধন্যবাদ।

Level 0

সরি, আমি বলতে চেয়েছিলাম যে আপনার কমেন্ট পড়ে।

আমার নাম লইয়া মিয়া ঘুইরা বেরাইতাসো…তয় ভালা লাগসে তোমার টিউন।শুভকামনা রইল।আচ্ছা ভাই তোমার পুরা নাম কি?

Level 0

আরে ভাই, দারুন ব্যাপার তো। এতো দেখছি আমার নামের বাংলা কপি আপনার কাছে। যাই হোক, একটু মজা করছিলাম আমার পুরো নাম ইনতিসার বিন নাইম (সৌমিক)।

আমার পুরো নাম মোঃ আতেফ আমের সৌমিক…আসো ফেবু তে আসো…আমার Username হলঃ
Shoumik94 or search me as md. atef amer shoumik. [email protected]

Level 0

সৌমিক ভাই, ফ্রেন্ড রিকোয়েষ্ট অলরেডি পাঠিয়ে দিয়েছি। চেক করেন

পাইনাই

Level 0

এইবার চেক করেন। (http://facebook.com/showmik1)

Gotcha!

ভাই দারুন হইয়াছে ………।।লাগাইয়া জান………মানে চালায়া জান………।।আম রা আছি আপ্নের লগে…………? [email protected]

ami janina ami eto kosto kore ekta edutunes korlam ar admin amarta publish korlo na keno ?
http://techiesolutionbd.blogspot.com/2012/10/tense-tense-tension-tense_29.html
ei link e gele dekhte parben ei tune ta ami korechilam .tar por publish hoy nai dekhe nijer blog e post korlam…….asha korbo Admin er diristi porbe amar upor

অনেক ধন্যবাদ।