আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে তাহলে আমি ধরে নিচ্ছি আপনার সেই ব্লগ বা ওয়েবসাইটের জন্য একটি ফেইসবুক পেইজও নিশ্চয় আছে এবং আপনি নিশ্চয় সেই পেইজটির লাইক সংখ্যা বাড়াতে চান। ইতোমধ্যে হয়ত আপনি একাধিক ট্রিকসও এপ্লাই করে ফেলেছেন লাইক সংখ্যা বাড়ানোর জন্য। তাহলে আমার এই ট্রিকটিও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার লাইক সংখ্যা বাড়বেই। কিভাবে? আপনি যদি আপনার ব্লগে ভিসিটরদের সাথে ফ্রী কোন কিছু ডাউনলোড করার জন্য শেয়ার করে থাকেন তাহলে আপনি ব্যবহার করতে পারেন Like Gate । ভাবছেন এটি আবার কী? সহজ ভাষায় Like Gate হল এমন একটি গেইট যার ঐ পাশে থাকবে আপনার ডাউলোড লিংক আর সেই গেইটের চাবি হবে - আপনার ফেইসবুক পেইজে একটি লাইক। অর্থাৎ ভিসিটরকে অবশ্যই আপনার পেইজটি লাইক করতে হবে যদি সে আপনার শেয়ারকৃত ফাইলটি ডাউনলোড করতে চায়। এখনো বুঝতে পারেন নি এই Like Gate জিনিষটা আসলে কী? একটি ডেমো দেখালে কেমন হয়? তাহলে এখানে ক্লিক করে ডেমোটি দেখে আসুন। (খালি ডেমোটি দেখে ডাউনলোড না করেই চলে এলেন? আচ্ছা থাক, কিন্তু ডাউনলোড করলে দারুন কিছু পেতেন।)
আশা করছি ডেমোটি দেখানোর পর এখন আর Like Gate সম্পর্কে বয়ান দেয়ার প্রয়োজন নেই। তাই সরাসরি চলে যাচ্ছি গেইট বানাতে।
আমি: কেমন লাগল ভাই আমার টিউনটি?
আপনি: নাহ, তেমন খারাপ লাগেনি।
আমি: কী বলেন! তার মানে আপনার ভাল লেগেছে। শুনে খুশি হলাম। তাহলে আপনিও কি এই ট্রিকটি আপনার ব্লগে এপ্লাই করতে যাচ্ছেন?
আপনি: হুম, ট্রাই করে দেখা যাক কি হয়। আপনি যখন এত কষ্ট করে লিখেছেন.....
আমি: আপনার ভিজিটররা একটি মাত্র ফাইল ডাউনলোড করবে আপনার ব্লগ থেকে, তার বিনিময়ে আপনি তাদের একটি লাইক আশা করছেন। আর আমি কি আমার এই টিউনটির জন্য আপনাদের একটি মন্তব্য আশা করতে পারি না? (যাওয়ার আগে একটু করে ফান করলাম 😀 )
আমি Muhammad Ibrahim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য। কাজের একটি টিউন। 🙂