আপনার কম্পিউটার নিরাপত্তাঃ চোখ বুলিয়ে যান এক্ষুনি, সবকিছুই ফ্রী!!!… সাথে থাকছে একটি সাইট রিভিউ (একের ভিতর ২)

মানুষ দিনকেদিন পিসি কিংবা কম্পিউটার এর উপরে নির্ভরশীল হচ্ছে। এই নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে একদল প্রোগ্রামার তৈরি করে যাচ্ছে দিনের পরের দিন ভাইরাস। ভাইরাস যে মূলত আপনার পিসির ক্ষতি সাধন করছে তাই কেবল নয়। আজ আমি বলবো কিভাবে পিসিকে আপনি রাখবেন সুরক্ষিত ও ভাইরাস ফ্রী।

ম্যালওয়ার মামাঃ

ধরুন আপনি আপনার পিসিতে রাশিয়ান নিউক্লিয়ার লাঞ্চ কোড রেখে দিয়ে 😛 ঘুমাতে গেছেন। ঘুম থেকে উঠে দেখলেন আপনি এফবিআই কার্যালয়ে। কেমন হবে 😉 হ্যা এই কাজটি খুব স্বাভাবিক যদি কিনা আপনার পিসির নিরাপত্তা দুর্বল থাকে। ০০৭ ভিত্তিক স্পাইং কাজ করা হয় ম্যালওয়ার দিয়ে। ম্যালওয়ার সাধারনত তথ্য প্রাচার করে থাকে আর এর জন্য আপনি ব্যাবহার করতে পারেন Zone Alarm Free Firewall। এই জোন অ্যালার্ম ফায়ার ওয়াল পিসিওয়ার্ল্ড খ্যাত। পিসিওয়ার্ল্ড অফিসের সব পিসির ম্যালওয়ারকে শায়েস্তা করে আসছে Zone Alarm Free Firewall।

এটা সম্পূর্ণ ফ্রী সুতরাং ডাউনলোড করতে কোন প্রকারের সমস্যা নেইঃ http://www.zonealarm.com/security/en-us/zonealarm-pc-security-free-firewall.htm

ফিসিং অথবা ট্র্যাকিং:

হেহ হেহ হেহ, আমারা যারা ইন্টারনেট ব্যাবহার করি বিশেষ করে মার্ক ভাইয়ের মুখবই 😛 তাদের রাতের ঘুম হারাম করে দেয়ার জন্য একটা নামই যথেষ্ট, আর সেটা হল ফিসিং। ধরেন মনের আনন্দে ফেসবুকে দেয়া এক পেজ পাওয়া লিংকে ক্লিক করলেন। এরপর নতুন ফেসবুকের লগিন পেজ এসে আপনাকে বলল এই ভিডিও দেখতে লগিন মারেন। আপনেও রাতের ঘুম শান্তিতে হবার উদ্দেশে লগিন করলেন... কাহিনী খতম। আপনার আইডি হ্যাকড!!! বিস্তারিতঃ http://en.wikipedia.org/wiki/Phishing । আর এই ফিসিং বন্ধ করতে অথবা ফিসিং ও ট্র্যাকিং এর হাত থেকে রক্ষা পেতে ব্যাবহার করুন একটি অ্যাড-অন। অ্যাড-অনটি সম্পূর্ণ ফ্রী। ডাউনলোডঃ http://www.mywot.com এই অ্যাড-অন পিসি সফটওয়্যার সেন্টার ব্যাবহার করে থাকে।

সর্বশেষঃ আমি ভাই এই জিনিস ব্যাবহার করে শান্তিতেই আছি। আপনারাও করুন নিশ্চিত শান্তিতে থাকবেন। 🙂

Level New

আমি বাংলার কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকটিউন এর ফ্যান অনেক আগে থেকেই কিন্তু আজ (১১/১০/২০১১ | ১১:০৬ রাত) থেকে টিউন করবো। টিটিকে ভালবেসে এসেছি, অবশ্যই টিটিকে কিছু দিতে। বড় বড় টিউনার এবং বাকি সবাই আমার সাথে থাকবে বলে আসা রাখি। ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

lol বিজ্ঞাপন দিয়াও যদি আপনি বলেন দেননি, তাহলে আর কি বলা। মানে বুঝেও না বোঝার ভান করা আর কি!!
TT তে এভাবে আর কত স্পামিং করবেন, সবাই এখন সচেতন ভাই। পরবর্তীতে এমনটা আশা করি না।

ভাই আপনাদের কাছে স্প্যাম মনে হলে আমি রিভিউ ডিলেট করে দিব… কিন্তু সত্যিয় বিজ্ঞাপনের কথা মাথায় নিয়ে টিউন করি নাই 🙂 🙂 🙂