আজ অনেক দিন পর টিউন করছি।আপনারা সবাই উইন্ডোজ ৮ সম্পর্কে জানেন।কেউ কেউ হয়তবা প্রো বা এন্টারপ্রাইস ভার্সন ব্যবহার করেন।আমি তাই এর ডাউনলোড লিঙ্ক বা activation key নিয়ে আলচনা করলাম না।সুধু নতুন একটি জিনিস পিকচার পাসওয়ার্ড সেট করা নিয়ে টিউন করলাম
সাধারন পাসওয়ার্ড ছাড়াও পিন নাম্বার এবং ছবি দিয়ে আপনি উইন্ডোজ ৮ এ লগিন করতে পারেন ।তাই পাসওয়ার্ড ভুলে গেলেও কোন চিন্তা নেই।
পিকচার পাসওয়ার্ড তৈরির জন্যwindows key+c চাপুন বা সিস্টেম ট্রে এর নিচে ডান মাউস রাখুন।এখানে settings>change pc settings এ ক্লিক করুন।এখন pc settings এর বাম্পাসে users এ ক্লিক করুন।এরপর creat a picture pasword এ ক্লিক করে পাসওয়ার্ড লিখে ওকে করুন।
এবার বাম্পাসের choose a picture password এ ক্লিক করে ছবি সিলেক্ট করেওপেন করুন।এবার use this picture এ ক্লিক করে পছন্দ মত ৩ টি জায়গায় মাউস দিয়ে সার্কেল বা লাইন আকুন।এভাবে পুনরায় লাইন বা সার্কেল বানালে congratulations লেখা আসবে।এবার finish ক্লিক করুন।এবার উইন্ডোজ ৮ এ লগিন এর সময় sign in options থেকে picture password এ ক্লিক করে সাইন ইন করতে হবে।
এটি মোটেও কঠিন কিছু না।ব্যাবহার এ অভ্যস্ত হয়ে গেলে আপনি এরকম অনেক ট্রিক পাবেন।টিউন টি ভাল বা খারাপ হলে কমেন্ট করে জানান।আর উইন্ডোজ ৮ এর আর ট্রিক্স পেতে চলে যান
http://www.facebook.com/CY133R ঠিকানায়।তাহলে সবাই ভাল থাকবেন।
F A R E W L L
আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। আমাদের সাথে শেয়ার করার জন্য।