শিরোনাম দেখে ভাবছেন আমি হয়তো আপনাদের কে মনে রাখার সহজ কোন উপাই বলে দিব। তবে মনে রাখার সহজ উপাই না বলতে পারলেও খুঁজে পাওয়ার উপাই ঠিকই বলতে পারবো। আসলে সবার মনে রাখার ক্ষমতা সমান নয়। তাছাড়া প্রতিনিয়ত মানুষ কে নানা রকম কাজের মধ্যে থাকতে হয় তাতে ভুলে যাওয়াটা স্বাভাবিক। তবে মাঝে মাঝে মনে হয় যদি কম্পিউটার এর মেমরীর মতন ১ টেরাবাইট হার্ড ডিস্ক লাগানো যেত তা হলে ভালোই হত। তবে মানুষের স্মৃতি আর কম্পিউটার এর স্মৃতির মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে চাইলেই কম্পিউটার এর স্মৃতিতে ইচ্ছে মতন ফাইল রাখা যায় আবার চাইলেই তা মুছে ফেলা যায় তবে মানুষ চাইলেই অনেক কিছু মনে রাখতে পারে না আবার চাইলেও অনেক কিছু স্মৃতি থেকে মুছে ফেলতে পারে না। যাই হোক অপ্রয়োজনীয় কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি।
আজ এমন একটি ফ্রী ডেস্কটপ সার্চ ইঞ্জিন সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব যেটা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই অতি দ্রুত কম্পিউটার এর হার্ডডিস্ক এর মধ্যে থাকা যে কোন ফাইল খুজে বের করতে পারেন। অনেকেই হয়তো এটা ব্যবহার করছেন। বিগত ৩ বছরেও বেশি সময় ধরে সফটওয়্যারটি আমি ব্যবহার করছি তাই সফটওয়্যারটির কাছে আমি অনেক কৃতজ্ঞ। কারন বিভিন্ন কাজের চাপে কম্পিউটারে কোথায় কোন ফাইল রাখছি কোন খেয়ালই থাকে না, যখন যেখানে পাই সেখানেই রাখা অভ্যাস হয়ে গেছে। তবে এই সফটওয়্যার ছাড়া ঐ সকল ফাইল দ্রুত খুজে বের করা অনেক সময় সাপেক্ষ।যদিও কম্পিউটারে অপারেটিং সিস্টেম এর সাথে ডিফল্ট সার্চ ইঞ্জিন থাকে বিশেষ করে উইন্ডোজ এক্সপি এর ডিফল্ট সার্চ ইঞ্জিনে সার্চ করতে দিলে সময় অনেক বেশি লাগতো, তবে উইন্ডোজ সেভেন এর সার্চ ইঞ্জিন তুলনামুলক ভাবে অনেক দ্রুত কাজ করতে সক্ষম। তবে তারপরেও ডেস্কটপে সিস্টেম ট্রে থেকে ডাবল ক্লিক করেই সফটওয়্যারটি চালু করে শুধু নাম সার্চ করার সাথে সাথেই যদি ফাইল চলে আসে তা হলে নিশ্চয় মন্দ হয় না?
ডাউনলোড লিংক (মাত্র ৩৩৪ কিলোবাইট)
প্রথমবার ইন্সটল করার পর চালু করলে কিছুটা সময় নিতে নিবে। আর একটি জিনিস খেয়াল রাখবেন পার্টিশান অবশ্যই NTFS হতে হবে। সাধারনত আজকাল NTFS থাকে তবে তবে পেন্ড্রাইভ গুলোতে FAT32 থাকে তাই পেন্ড্রাইভ এর ফাইল গুলো খুজে বের করতে পারবে না তবে আপনি যদি পেন্ড্রাইভ এর পার্টিশান NTFS কনভার্ট করেন তা কাজ হবে।
কিছু টিপসঃ
* পার্টিশান কে FAT থেকে NTFS এ কনভার্ট করার সহজ নিয়ম এখানে দেখুন
* যখন কোন ফাইল খুজবেন তখন যদি হুবুহু নাম মনে থাকে তা হলে সেই নাম এবং তার সাথে এক্সটেনশানটাও দিবেন যেমন এম পি থ্রী ফাইল হলে (.mp3) আর যদি ফাইল এর নাম হুবুহু মনে না থাকে প্রথম কয়েকটি শব্দ মনে থাকে তা হলে ঐ শব্দ দিয়ে তারপর একটা স্পেস দিয়ে এক্সটেনশান দিবেন।
কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকের মতন এখানেই শেষ করছি।
পুর্বে প্রকাশিত এখান
===========================================================================
এখন থেকে আমার প্রত্যেকটি পোস্টে কোন না কোন কোম্পানী স্পন্সার হবে। স্পন্সার হতে যোগাযোগ করতে পারেন। আজকের স্পন্সারঃ
সকল প্রশ্নোত্তর ও সমস্যার সমাধান নিয়ে, হেল্পফুল হাব - সম্পুর্ন প্রশ্নোত্তর ভিত্তিক প্ল্যাটফর্ম
...
আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও এটা অনেকদিন ধরে Use করছি । thanx for nice tune.