টিটির ভাইরা, আমার সব গুলো টিউনেই আপনাদের প্রশংসা পেয়েছি তাই এই টিউন করার সাহস পেলাম । যদি ভালো না লাগে, বা কাজের না হয় তবে আমি নিজে ই ডিলিট করে দেব । এটা একটা মাইক্রো টিউন, আমরা সবাই জানি আলেক্সা রাঙ্কিং বাড়ানোর জন্য পেজ ভিউ টা একটা বড় ফ্যাক্টর, আমি ২ টা কাজের ওয়েবসাইট বলব যেটা তে শুধু ওয়েব সাইট এর পেজ বা সাইট অ্যাড করে আপনার কম্পুটারের নেট Connection চালু রেখে পিসি অন করে ঘুরে আসুন, আপনার ওয়েব সাইট এ অটোমেটিক ভিউ বাড়াবে । আপনার আলেক্সা রাঙ্কিং টা দেখে নিন, ১ দিন পর আবার আলেক্সা রাঙ্কিং টা চেক করেন, কোন পরিবর্তন হল কি ? ওয়েব সাইট ২ টা হলঃ
একটা কথা বলতে ভুলে গিয়েছি, Linkcolider এ ওয়েবসাইট অ্যাড করে অটো তে ক্লিক করে বসে থাকুন । আপনারা সবাই মনে হয় কম বেশি এই ধরনের সাইট গুলর সাথে পরিচিত, কিন্তু অন্য সাইট গুলো তে বসে বসে ফ্রী পয়েন্ট Collect করতে হয় ক্লিক করে কিন্তু এই দুটো ক্লিক এর ঝামেলা মুক্ত । আমি কোন Referral লিঙ্ক অ্যাড করিনি ।
আমি Gautam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Is it http://www.linkcolider.com?
OR
http://www.linkcollider.com ?
linkcolider OR linkcollider ? Please check …………. Thank you.