আপনি কি আপনার ড্রাইভের আইকন পালটাতে চান, খুব সহজেই আপনি এটা করতে পারবেন তা আবার কোন সফটওয়ার ছাড়াই।যেভাবে করবেন-
১. প্রথমে যে আইকনটি ড্রাইভ আইকন করতে চান সেই আইকন ফাইলটি কপি করুন এবং যে ড্রাইভের আইকন পরিবতর্ন করতে চান ফাইলটি সেই ড্রাইভে পেষ্ট করুন।
২. এরপর Notepad Open করুন এবং লিখুন
[AutoRun]
ICON=Write your icon file name.ico
৩. আপনি যে ড্রাইভের আইকন পরিবতর্ন করতে চান ফাইলটি সেই ড্রাইভে সেভ করুন, সেভ করার সময় ফাইলের নাম লিখুন- autoran.inf এবং ফাইলটি সেভ করুন।
৪. এবার কম্পিউটারটি Restart দিন। দেখুন আপনার ড্রাইভের আইকন পরিবতর্ন হয়ে গেছে।
যারা পদ্ধত্তিটি যানে না Post টি তাঁদের জন্য। ধন্যবাদ।
Farhad Hossain
আমি Farhad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাইয়া জানানোর জন্য ।