একটি ভালো কমেন্ট তৈরি করার পদ্ধতি বনাম বিজ্ঞাপন লিংক এড করা

ভাই ... থামেন! এই আরটিকোলের নিচে কমেন্ট করবেন না। আরটিকোলটি আগে পড়ুন তার পর কমেন্ট করুন। হেডিং পড়ে নিশ্চয়ই রেগে গেছেন। টি.টি আসছে কমেন্ট শিখাতে। না ভাই আমি কমেন্ট শিখাতে আসি নি। আসছি একটি ভালো কমন্ট তৈরির আকুতি নিয়ে।

একটি ভালো কমেন্ট তৈরির পদ্ধতি দেখার আগে দেখে নেই চলুন কিছু অভালো কমেন্টের ছবি।

ছবি ১:

ছবি ২:

ছবি ৩:

ছবি ১ ও ২ দেখুন। কোনটিতে সরাসরি রেফার তথা আরেকটি সাইটের লিংক দেওয়া হয়েছে। এরকম কমেন্টে স্ক্যাম পড়ে বেশী। কমেন্ট দাতা হয়ত সামান্য কিছু ভিজিটরের লোভে এই কমেন্ট করেছেন। স্ক্যাম করার ফলে গুগলে একটি স্ক্যাম রিপোট জমা পড়ল। আপনি কি মনে করেন এই সাইটের রেটিং গুগলে বাড়বে না কি কমবে? আর এ জন্য কোন ভাবে অথোরকে দায়ী করা যায় না। অথোর তার আরটিকোলের সৈন্দর্য বজায় রাখতে কমেন্ট স্ক্যাম করতেই পারেন।
ছবি ৩ এ দেখুন। এই কমেন্টটিও নিন্মমানের এবং স্ক্যাম পাওয়ার সম্ভাবনা ৯৯%। এ ধরনের কমেন্টও স্ক্যাম হয়। সরাসরি সাইটের এড্রেস দেয়া হয় নি তবে লিংক দেওয়া হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ছবি ১,২,৩ টি.টি তে নেয়া হয়েছে। এরকম কমেন্ট শুধু টি টি তে নয় বরং অন্য সাইটগুলোতে আরো বাজে ভাবে পাওয়া যায়। এটি কখনো ভালো একটি কমেন্ট নয়।
ছবি ৪ :

এবার ছবি ৪ নং দেখুন। টি.টি তে লিংক দেওয়ার সব থেকে ভদ্র পন্থা হচ্ছে এটি। কমেন্ট পড়ে ভিজিটর আপনার সম্পর্কে আগ্রহী হলে আপনার প্রফাইল থেকে সে আপনার সম্পর্কে আরো জানার চেষ্টা করবে এবং আপনার সাইটের লিংক পাবে। এটা আসলেই ভাল একটি প্রন্থা। সাইটের সৈন্দর্য এতে ঠিক থাকে। টি.টি এর মতো অনেক সাইটেই এই নিয়মে লিংক দিতে হয়। সরাসরি লিংক দেওয়া সেক্ষেত্রে উচিত নয়। তবে অধিকাংশ সাইটের ক্ষেত্রে নিচের নিয়মে নামের সাথে লিংক দেওয়া যায়।

৫নং ছবি:

৬নং ছবি:

কমেন্টে সাইটরে বিজ্ঞাপন এড দিতে উপরের নিয়মেই ৫ ও ৬ নং ছবিতে দেখানো নিয়মে দেয়া উচিত।

অনেকে আরটিকোল পুরো না পড়ে কমেন্ট করেন এটিও স্ক্যাম হয় কোন কোন ক্ষেত্রে। ভালো কমেন্ট তৈরি করার জন্য আরটিকোল পড়ে ক্রিয়েটিভ মানের কমেন্ট করতে হবে যেন ভিজিটর আপনার কমেন্ট পড়ে আপনার সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং আপনার নামে ক্লিক করে আপনার প্রফাইল থেকে আপনার সাইটের লিংক কালেক্ট করে। এভাবে সহজে ব্যাকলিংক পাওয়া যায়। আর ভালো একটি ব্যাকলিংক একটি সাইটের জন্য তথা এস,ই,ও এর জন্য গুরুত্বপূর্ণ্য ভূমিকা রাখে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আমার সম্প্রতি লেখা একটি আরটিকোল বিডিরং এ পাবলিশ হয়েছে। এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। কেবল মাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানতে আগ্রহীরা পড়তে মিস করবেন না।

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ki shiktaci………

যারা জানেন না তারা হয়তো এই ভুলগুলি করেন। আপনার এই টিউন তাদের জন্য উপকৃত হবে।

Level 2

assa vi 3 number photo te lekha “earn money by google adsense” atai click korle directly oi site a dukbe j comment korce. bt ai type ar lekha gula kivabe likhe kindly janaben please…

    Level 0

    আমি আপনার এ ধরনের সব প্রশ্নের জবাব দিতে পারি। আমাকে অ্যাড করুন facebook.com/so.i.cat

বাহ ভাই পরে নতুন একটা জিনিষ শিখলাম । ৫নং ছবি যে দিলেন এই রকম তো টি.টি তে নাই এইটা আমি বিভিন্ন ওয়ার্ডপ্রেস সাইটে দেখি এবং এইটা অনেক সুন্দর পদ্ধতি কিন্তু টি.টি যেহেতু এইটা নেই তাহলে কি এইভাবে Html ট্যাগ করে দিলে সমস্যা আছে।

    @Munna Haque: TT তেও আগে ওরকম ছিল। পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে। আর আপনার ওভাবে দেয়া যাবে কিনা সেটা নির্ভর করে ব্লগ নীতি ও পোস্টের ওপর।

Level 0

amar ei web site er link dilam. Reating k0man t0 dekhi. L0l
http://google.com

অনেক ধন্যবাদ ভাই…… আগেও জানতাম।

Level 0

পড়ে ভাল লাগল। ধন্যবাদ।

Level 2

chesta kore dekhi ! full version software

Level 2

link holo na to