৫টি দরকারী ওয়ার্ডপ্রেস প্লাগ ইনস

কিছুদিন আগেও পাচটি দরকারী ওয়ার্ডপ্রেস প্লাগ ইনস নিয়ে পোষ্ট দিয়েছিলাম । অনেকেরই ভাল লেগেছে । তাই আজ আরো ৫টি দরকারী ওয়ার্ডপ্রেস প্লাগ-ইনস এর বর্ননা দিলাম । আশা করি কারো না কারো কাজে আসবে ।

১. Dofollow: ওয়ার্ডপ্রেসের কমেন্ট পার্টটি nofollow করা থাকে । আপনি চাইলে এই প্লাগইনটি দ্বারা সহজেই একে dofollow করতে পারবেন । শুধু এটি নামিয়ে ইনষ্টল করে নিন ব্যস কাজ শেষ ।

ডাউনলোড

২. Comment Images: এই প্লাগইনটি দ্বারা আপনার ব্লগের কমেন্ট রাইটারদের তাদের কমেন্টে ইমেজ যোগ করার সুবিধা দিতে পারবেন । কমেন্ট ফর্মের নিচে একটি লিংক থাকবে তাতে ক্লিক করলে একটি উইন্ডো আসবে তাতে ইমেজ ইউ আর এলটি দিলেই তা কমেন্টে যুক্ত হয়ে যাবে ।

ডাউনলোড

৩. Commentluv: এই প্লাগইনটি ব্লগের কমেন্টার বৃদ্ধিতে অনেক কার্যকারী । এই প্লাগইনটি দ্বারা ভিজিটর এর ব্লগের সর্বোশেষ পোষ্টটি তার কমেন্টের শেষে শো করতে পারবেন ।

ডাউনলোড

৪. WP-Post ratings: এই প্লাগইনটি আপনার প্রত্যেক পোষ্টটের নিচে রেট করার জন্য পাচঁটি স্টার যুক্ত করবে ফলে ভিজিটররা সহজেই আপনার পোষ্টটিকে রেটিং দিতে পারবে ।

ডাউনলোড

৫. Facebook Photos plugins: এই প্লাগইনটি দ্বারা আপনার পোষ্ট এডিটরে একটি আইকন যুক্ত হবে যার দ্বারা সহজেই আপনার ফেসবুক পিকচারকে পোষ্টে যুক্ত করতে পারবেন ।

ডাউনলোড

সূত্র

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস