ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ কোন Security code লাগবে না

এই টিউনটি আমার প্রথম টিউন।

Face Book এ কাউকে Add Request পাঠালে বার বার শুধু Security code চায়। এটি থেকে মুক্তি পেতে হলে যখন Security code চাইবে তখন Verify your account-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেখানে আপনার ফোন নম্বর লিখে Confirm-এ ক্লিক করুন। কিছুখন wait করলে দেখবেন আপনার মোবাইলে একটি কোড নম্বর এসেছে। ওই কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন। এরপর চেক করুন, আর Security code লাগবে না।

সূত্র : প্রথম আলো

পোস্টটি লিখেছেন:  মো. আমিনুর রহমান।

Level 0

আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 158 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোহিত ভাই, আপনাকে স্বাগতম জানাই। এইটা নিয়ে মো: আমিনুর রহমান গত ২১/১২/২০০৯ তারিখে প্রথম আলোতে টিউন করেছিলেন । যার লিংক হলো-
http://www.prothom-alo.com/detail/date/2009-12-21/news/26650
আপনার এই টিউনে মো: আমিনুর রহমান এর নাম উল্লেখ পূর্বক উক্ত লিংকটি দেওয়া উচিৎ ছিলো।
(ধন্যবাদ)

ধন্যবাদ ভাইয়া ।