সবাইকে ঈদ মোবারক। ২৬ অক্টোবর বহুল প্রতীক্ষিত windows 8 রিলিজ পেয়েছে। Windows 8 এর ফাইনাল ভার্সন এর চেয়ে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এর activator, আমার ধারণা। আমিও খুঁজতে খুঁজতে পেলাম একটা। আজ (৩০/১০/২০১২ ইং) windows 8 ইন্সটল করে এ্যাকটিভেটর দিয়ে এ্যাকটিভেট করেছি। লক স্ক্রিন, স্টার্ট স্ক্রিন, ইউজার ইমেজ সহ সবকিছুই পরিবর্তন করা যায়। অফিসের কম্পিউটার এ ইন্সটল করেছি বলে স্ক্রিন সর্ট দিতে পারলাম না।
Windows 8 Pro with WMC ইন্সটল করা হয়েছে। Windows 8 ইন্সটল শেষে এ্যাকটিভেটর টির .exe ফাইলে শুধু ডাবল ক্লিক করলেই হবে।
লিংক: http://kat.ph/windows-8-pro-final-crack-unlocked-personalize-tab-t6772444.html
টরেন্ট ফাইল লিঙ্ক দিলাম, ফাইল সাইজ মাত্র ২.৩৮ মেগাবাইট। প্রথম টিউন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
ধন্যবাদ সবাইকে পোস্টটি অনেকবার ভিজিট করার জন্য। আর এটি আমার করা এ্যাক্টিভেটর নয়। শুধু শেয়ার করলাম। শুধু শেয়ার করার জন্য ধন্যবাদ পেতে পারি যদি আপনারা মনে করেন। শুধুমাত্র আপনাদের জন্য মিডিয়াফায়ার এ এ্যাকাউন্ট খুললাম। দিলাম আপলোড করে।
মিডিয়াফায়ার লিংক: http://www.mediafire.com/?ylqma97y9jphmt6
AVG Virus Protection 2013 দিয়ে স্ক্যান করলে Trojan horse Generic30.LGA হিসেবে ডিটেক্ট করে।
উইন্ডোজ আপডেট করে দেখা হয় নাই।
উইন্ডোজ ৮ যে টরেন্ট ব্যবহার করে ডাউনলোড করা হয়েছে তার লিংক: http://kat.ph/windows-8-aio-16-in-1-rtm-msdn-original-thumperdc-t6772569.html
ফাইল সাইজ: ৪.৩৮ জিবি. ISO হিসেবে আছে। ভার্সনটি All-in-One.
আবারো ধন্যবাদ।
ধন্যবাদ।
আমি roney007du। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai, apnake onek dhonnobad….amr windows 8 pro activate korsilam but start screen, lock screen aishob lock chilo….apnar ta diye activate korsi…shob gulo fotafot khule gese….thnx vai… many many thnx….english a liksi bole mone kisu niyenna…coz avro install nai