ফেইসবুক পেজ এবং কিছু পরামর্শ

একটা ফেইসবুক একাউন্ট এখন সবারই আছে.আমাদের কি জানা আছে এখন কতজন মানুষ ফেইসবুক ব্যবহার করে বাংলাদেশে?সংখ্যা টা কিন্তু কম না. এই মুহুর্তে বাংলাদেশে ৩২ লক্ষ ফেইসবুক ব্যবহারকারী আছেন. আমাদের বাঙালিদের মধ্যে সব কিছু নিয়ে অতিরিক্ত মাতামাতি লক্ষ্য করার মত.কিন্তু ফেইসবুক নিয়ে একটু বেশি হবে এটাই স্বাভাবিক.যেখানে সারা দুনিয়ার মানুষ ফেইসবুক নিয়ে পাগল. আমরা সবাই ফেইসবুক এর কাছে ঋণী,আজকে বাংলাদেশে ইন্টারনেট নিয়ে যে এত আগ্রহ সবার মাঝে,সবাই এখন বুঝে ইন্টারনেট কোনো খারাপ জিনিস নয়.ফেইসবুক এর কারণে আজকে এটা সম্ভব হযেছে.

আজকে আমি এই টিউন এ ফেইসবুক পেজ এর জন্য কিছু খুবই জরুরি টিপস এন্ড ট্রিকস নিয়ে আলোচনা করব.আশা করি সবার কাজে লাগবে.ফেইসবুক আমাদের একটা সুযোগ করে দিয়েছে,আমাদেরকে একটা প্লাটফর্ম দিয়েছে যেখানে আমরা সহজে আমাদের কোনো পণ্য অথবা সেবা মানুষের কাছে তুলে ধরতে পারি. এই জন্য শুধু লাগবে একটা ফেইসবুক পেজ.খুব সহজে একটা পেজ তৈরী করা যায় এবং এটা একদম ফ্রি. কিন্তু শুধু একটা ফেইসবুক পেজ বানানই শেষ কাজ না. আপনাকে এখন এই পেজটির যত্ন নিতে হবে যাতে আপনার পেজটি সবার থেকে আলাদা এবং সুন্দর হয়.

এখন আসুন কিছু জেনে নেই কিছু জরুরি বিষয়

#১ ফেইসবুক ডোমেইন

সব থেকে জরুরি হচ্ছে আপনার একটা ডোমেইন. আপনার পেজ এর যদি একটা নাম থাকে ঐটাই হবে আপনার পরিচয়.ফেইসবুক থেকে আমরা ফ্রি ডোমেইন পেতে পারি. আপনার ফেইসবুক ডোমেইনটা হবে এই রকম http://www.facebook.com/username এই ডোমেইনটা বলে দিবে আপনার কোম্পানির নাম এবং মানুষকে সরাসরি আপনার পেজ এ নিয়ে আসবে.

#২ প্রতিদিন আপডেট

খুব জরুরি বিষয় হচ্ছে আপনার পেজ এ প্রতিদিন কিছু না কিছু থাকতেই হবে বেশি বেশি ফ্যান পেতে হলে.যত বেশি নতুন নতুন পোস্ট থাকবে আপনার পেজ এ, লাইক ও তত বেশি হবে. এমন হলে চলবে না যে আজকে একদিনে ১০ টা আপডেট দিলাম পরবর্তী এক সপ্তাহ কোনো খবর এ নিলাম না. প্রতিদিন নতুন নতুন পোস্ট এবং আপডেট মানুষকে আপনার পেজ এর ব্যাপারে আগ্রহী করে তুলবে.

#৩ ছবি এবং ভিডিও পোস্ট করুন

ছবি এবং ভিডিও হচ্ছে যে কোনো পেজ এর প্রাণ.যতবেশী ছবি,ভিডিও থাকবে আপনার পেজটি হয়ে উঠবে আরো আকর্ষনীয়.আপনি যেই ব্যবসা এ করেন না কেন আপনার প্রোডাক্ট এর ছবি পেজ এ থাকলে মানুষের একটা আইডিয়া হয়ে যাবে আপনার প্রোডাক্ট এর ব্যাপারে.

#৪ চিনে নিন আপনার টার্গেট কাস্টমার

খুব বেশি জরুরি টার্গেট কাস্টমার দের কে চেনা. ফেইসবুক আমাদেরকে সহজ করে দিয়েছে এই বাপারটা কারণ প্রত্যেকটা ফেইসবুক ব্যবহারকারী তথ্য আমরা পেয়ে থাকি তাদের প্রোফাইল থেকে. তারা হতে পারে যে কোনো বয়সের, যে কোনো দেশের এবং তাদের ইন্টারেস্টও হতে পারে আলাদা. এই জন্য ববসার ধরন অনুযায়ী আমাদের টার্গেট কাস্টমার ঠিক করে নিতে হবে.

#৫ সময় মত পোস্ট করুন

আপনি আপনার পেজ এ খুব সুন্দর নতুন কিছু পোস্ট করলেন কিন্তু এমন একটা সময় যে তখন কেউ ইন্টারনেট ব্যবহার করছে না. সার্ভে থেকে দেখা গিয়েছে বৃহস্পতিবার যদি কোনো কিছু পোস্ট করা হয় পেজ এ, মানুষের দেখার সম্ভবনা অনেক বেশি থাকে.

এটা আমার প্রথম টিউন. ভালো খারাপ যেমনই লাগে মন্তব্য করলে খুশি হব.এই টিউনটি পূর্বে এখানে প্রকাশিত

ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে 

Level 0

আমি Pakna Pola। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khhub i sundor hoise.. Post ta……

Level 0

ধন্যবাদ আপনাকে, Sadmaan Sakib ভাই.

Level 0

khub valo laglo

Level 0

ধন্যবাদ, atik_raz ভাই.