আসসালামুআলাইকুম । আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভাল আছেন । আমরা অনেকেই গেম খেলতে পছন্দ করি তবে পুরান কম্পিউটার অ পর্যাপ্ত গ্রাফিক্স না থাকায় অনেক গেমই আঁটকে আঁটকে চলে বা ঠিকমতো চলে না । এ সমস্যা নিয়েই আমার আজকের টিউন ।। যা হোক কাজের কথায় আসি –
প্রথমে Start মেনু থেকে Run এ যান এবং msconfig টাইপ করে ok দিন । ফলে System configuration utility ওপেন হবে । এখন system.ini ট্যাব এ যান অতঃপর 386 সিলেক্ট করে new প্রেস করুন এবং লিখুন conservative.swapfilevsage=1 । এরপর Apply দিয়ে windows restart করুন।
Conservative swapfile vsage এর অর্থ হল যতক্ষন পর্যন্ত windows পুরা মেমোরি ব্যাবহার না করছে ততক্ষণ কোন প্রকার ভার্চুয়াল মেমোরি ব্যাবহার করবে না তাই Ram এর পুরোপুরি ব্যাবহার এর ফলে গেমিং performance এর improve ঘটবে। এর জন্য পিসি র Ram 256 এর উপরে হতে হবে ।
এটি আমার ৩য় টিউন । ভাল লাগলে কমেন্ট করবেন । আর ভুল হলে অবশ্যই শুধরে দেবেন ।
ধন্যবাদ । ভাল থাকুন । আর পরিবার এর সাথে আনন্দে ঈদ করুন ।
আমি মোঃ হাসানুর রহমান স্বরূপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apnare to vi misti khowate issa kortese. Ei tune ta amar jonno perfect. onek……donnobad.