উইন্ডোজ সেভেনের কিছু শর্টকার্ট যা আপনার ভাল লাগতেও পারে

Alt + P
কোন ছবির মার্ক করে Alt + P প্রেস করলে তা ডানদিকে প্রিভিউয়ে দেখাবে।

Windows + + (plus key)
উইন্ডোকে ম্যাগ্নিফাই করবে।

Windows + - (minus key)
উইন্ডোকে ডিম্যাগ্নিফাই করে।

Windows + Up
উইন্ডো ম্যাক্সিমাইজড করা না থাকলে উইন্ডোকে ম্যাক্সিমাইজড করবে।

Windows + Down
ম্যাক্সিমাইজড উইন্ডোকে ডিম্যাক্সিমাইজড করে।

Windows + E
অটোমেটিক্যালি নতুন Explorer window ওপেন করবে।

Windows + P
একাধিক মনিটর সংযুক্ত থাকলে কোন মনিটরে দেখবেন বা দুটোতেই দেখবেন কিনা তা নির্ধারন করা যায়।

Windows + [Number]
টাস্কবারে পিনড মেনুগুলো নাম্বার অনুযায়ী ওপেন করে। যেমন ১ নগ এ গমপ্লেয়ার, ২ নং এ ফায়ারফক্স পিনড থাকলে Windows +২ প্রেস করলে ফায়ারফক্স ওপেন হবে।

Windows + Space

অনেকগুলো জিনিস ওপেন থাকা অবস্থায় এটা প্রেস করলে সবগুলোকে মিনিমাইজড করে ধরে রাখবে যতক্ষন না আপনি Windows বাটনটি ছাড়ছেন। Windows প্রেস করে থেকে মাউস ইচ্ছামত যায়গায় নিয়ে যেতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ প্রথমে টিউনটার শিরোনাম দিয়েছিলাম " উইন্ডোজ সেভেনের কিছু শর্টকার্ট "। সেই পুরাতন ডায়লগ শিরোনামে ৫ টির কম শব্দ আছে। 🙁 🙁 🙁

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস