ইন্টারনেটে গুরুতে ঘুরতে অনেক লেখাই আমাদের ভাল লাগে । সময়ের অভাবে সেগুলোর সব পড়া হয় না। কেমন হতো যদি সেগুলোকে পরে পড়ার জন্য রেখে দেওয়া যেত একটা লিস্টে? নিশ্চয়ই মন্দ নয়!!! ফায়ারফক্সের Read It Later অ্যাড-অন আপনাকে দেবে সেই সুযোগ।
এখান থেকে অ্যাড-অনটি ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট করুন। রিস্টার্ট করার সাথে সাথে ব্রাউজার আপনাকে এই পেজে নিয়ে যাবে যেখানে আপনাকে বলা হবে একটি একাউন্ট ক্রিয়েট করার জন্য। একাউন্ট ক্রিয়েট করতে শুধু ইউজারনেম আর পাসওয়ার্ড লাগবে। ইমেইল আইডি বা ভেরিফিকেশানের দরকার নাই।
ব্রাউজারে এড্রেসবারে ডান-দিকে > চিহ্নের উপর ক্লিক করে যে কোন পেজকে আপনার লিস্টে রেখে দিতে পারেন পরে পরার জন্য। আবার পড়া হয়ে গেলে tick চিহ্নের উপর ক্লিক করলে লিস্ট থেকে ডিলিট হয়ে যাবে পেজটি ।
এটা আমার ভাল লেগেছে। আগে ডেলিসিয়াস ব্যবহার করতাম বুকমার্কিংয়ের জন্য। এখন থেকে এটা ব্যবহার করব ভাবছি।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
😀 humm