ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ব্যাবহার করুন খুব সহজে

আমি নকিয়া  c3-00 হ্যান্ডসেট ইউজ করছি।এটা দিয়ে খুব সহজে ব্লুটুথ কানেকশান দিয়ে মডেম এর চেয়ে দ্রুত গতিতে ইন্টারনেট ইউজ করছি।

আমি ডেস্কটপ কম্পিওটারে ব্লুটুথ ডিভাইস ব্যাবহার করছি।নকিয়ার যেকোনো জাভা সেটেই এটা করা সম্ভব।আর সিম্বিয়ান হলে তো কথাই নেই।

কিভাবে এটা করতে হয় তা আমি বর্ণনা দিচ্ছিঃ

  • ১.প্রথমে আপনি ব্লুটুথ ডিভাইসটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
  • ২.আপনার মোবাইল এর ব্লুটুথ অন করুন।
  • ৩.কম্পিউটারে ব্লুটুথ মেনু থেকে আপনার মোবাইলটা সনাক্ত করুন।
  • ৪.এবার Connect using -"Access Point " নির্বাচন করুন।

ব্যাস হয়ে গেল। দেখুন নরমাল মডেম এর চেয়ে অনেক দ্রুত গতিতে নেট ব্রাউজ করতে পারবেন।

বিকল্প পদ্ধতিঃ

  • কম্পিউটারের স্টার্ট মেনুতে যান।
  • এরপর ডিভাইস এন্ড প্রিন্টারস এ ক্লিক করে আপনার মোবাইল ডিভাইসটা বের করুন।
  • তারপর ৪ নং ধাপ অনুসরন করুন।
  • ল্যাপটপ কম্পিউটারে ব্লুটুথ ডিভাইস দেয়া থাকে।তাই ল্যাপটপে একই পদ্ধতিতে নেট চালাতে পারেন।

এটা আমার প্রথম টিউন।ভাল লাগলে বলবেন।ভুল হলে ক্ষমা করবেন।সবাই ভাল থাকেন।

প্লিজ টিউমেন্ট করতে ভুলবেননা। আপনাদের মন্তব্য আমাকে উৎসাহিত করবে আশা করি।

Level 0

আমি Ahmed Russell। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks.dekhi kamon kaj kore.o ha techtunes e shagotom.

dhonnobad apnake…dekhen,prblm hoile janaben.

Level New

আমি এটা অনেক আগে থেকে ব্যাবহার করছি । স্পিড বেশি পাওয়ার করন হল সিম যখন ফোনে থাকে তখন নেটওয়ার্ক বেশি থাকে । যখন মডেম এ ব্যাবহার হয় তখন নেটওয়ার্ক কম পাই এই আর কি ।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।

আমি এইরকম প্রায় ১ বছর যাবত্‍ ব্যবহার করতেছি ।

Level 0

ব্লুটুথ দিয়ে কম্পিউটারের নেট মোবাইল এ ব্যাবহার করার কোন উপাই আছে?

Level 0

কোনটাতে স্পিড বেশি পাব, ব্লু টুথ নাকি ডাটা কেবল দিয়ে?

“নকিয়ার যেকোনো জাভা সেটেই এটা করা সম্ভব”; নকিয়ার সব জাভা সাপোর্টেড ফোনে ব্লুটুথ থাকেনা। শেয়ার করার জন্য ধন্যবাদ। যারা জানেনা তাদের কাজে লাগবে।

ভাইজান,যেহেতু ব্লুটুথ ডিভাইস উল্লেখ আছে সবাই বুঝবে যে ব্লুটুথ এনাবল মোবাইল লাগবে।
মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

funmaza.in/ringtones.html

Level 0

laptop er jonno blutooth device dorkar please help me
\

Laptop e bluetooth driver thaklei hobe.Laptop e to bluetooth device deya e thake.apnar driver ta ache kina check kore dekhte paren.

Level 0

Thanks for your nice post. Welcome to techtunes.

জটিল লাগল, ব্যবহার করি নাই, তবে মনে হয় কাজ করবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 2

vi bluetooth device soft install dite hobe or device lagbe? jodi soft install dite lage thn soft ta koi pabo?????????????

মোবাইলকে মডেম হিসেবে ইউজ না করাই ভালো । মোবাইল অনেক গরম হয়ে যায় আর মোবাইলের উপরে চাপও পড়ে প্রচুর ।

Vai chaina handset a try korechen kokono
jemon symphony

symphony te may b hobe…

Amr C2 03 Te ki hobe?

howar to kotha.dekhen vai try kore.