কি খবর ভাইয়ারা? সবাই কেমন আছেন?
ঈদ/পূজা'র মার্কেট শেষ?
আর কি ভূমিকা দিব তা বুঝতে পারছিনা, তাই ডাইরেক্ট টিউন এ চলে যাই!
বাংলাদেশে সব কিছুই আছে,নেই শুধু ভালো নেট স্পীড।তাই আপনি যখন কিছু ডাউনলোড করেন তখন মজাটা ঠিকই বুঝেন!
ব্রডব্যান্ড/ওয়াইম্যাক্স ওয়ালারা খুব একটা পার্থক্য না বুঝলেও আমরা যাঁরা মডেম ইউস করি তারা দুঃখটা ঠিকই অনুভব করি।
তাই আমি আজ IDM এর স্পীড নিয়ে টিউন করব। এখন কথা হলো,আমি ট্রিক্স গুলো ব্যাবহার করে খুব উপকৃত হয়েছি। আপনাদের মধ্যে কেউ হয়ত কম উপকৃত হবেন আবার কেউ হয়তো বেশি।
তবে আমি কথা দিতে পারি যে, কেউ নিরাশ হবেন না!
_________________________________________________________
প্রথমে IDM OPTIMIZER এর কথা বলব......
এটা প্রথমে ডানলোড করুন।(২৯৮ কেবি)
mediafire
4shared
extract করার পর দেখবেন idm optimizer নামে একটা .exe ফাইল আছে। ডাবল ক্লিক করুন(পোর্টেবল)
এখন দেখবেন একটা উইন্ডো আসবে,নিচের চিত্রের মতো, "Maximize Now!" এ ক্লিক করুন।(ও একটা কথা, IDM চালু থাকতে হবে)
এরপর একটা উইন্ডো আসলে ওকে করুন। এবার IDM tray icon থেকে exit করে আবার চালু করুন, এবং মজা লুটুন! 😉
আমার বিশ্বাস স্পীড বারবেই। কারন আমি আমার বাংলালিঙ্ক এ ডাউনলোড স্পিড ১৮/২১ কেবি পাই, কিন্তু এটা করার পর ২৭/৩৬ কেবি পাচ্ছি।(একবার, এক পলকের জন্য ৭৫ কেবি হয়ে গেছিলো)
_____________________________________________________________
এখন যেই ট্রিক্স টার কথা বলব, এতা আমি টিটি এরই একটা ভাইয়ার কাছ থেকে জানতে পাই (ochena balok ) এবং গবেষণা করে জিনিস টা বুঝ তে পাই।
এটা খুব সহজ, আপনি কোনো কিছু ডাউনলোড করার পর যখন আইডিএম এর উইন্ডো আসে (মানে start dwnld/ dwnld later এর), তখন আপনি শুধু মিনিমাইজ করে রাখেন।
যদি আপনি একটা গান ডাউনলোড করেন তাইলে ৫/৭ মিনিট পর start dwnld এ ক্লিক করলে দেখবেন ডাউনলোড হয়ে গেছে।
এখন এটা কিভাবে কাজ করে বলছি...। আসলে এটা background এ ডাউনলোড হয়।
এখন আপনি বলবেন এতে লাভ কি? আরে ভাই লাভ আছে! আমি পরীক্ষা করে দেখেছি এতে তাড়াতাড়ি ডাউনলোড হয়।
আবার ধরুন আপনি যখন কোনো কিছু ডাউনলোড দিবেন তখন ব্রাউজিঙ্গের স্পীড কমে যাই, এটাতে কিন্তু খুব একটা কমে না। তাই ডাউনলোদ দিয়ে সার্ফিং করতে নো ভয়, অনলি ফুর্তি!
_______________________________________________________________
টিউন এর শেষে একটা টিপস, আপনারা যখন কোনো লিংক নতুন ট্যাব এ খুলতে যান, তখন অনেক সময় open in a new tab এ ডাবল ক্লিক পড়ে যায়,ফলে লোডিং হওয়া শুরু হয়,এই সমস্যা এড়াতে লিংক এর উপর মাউস এর scroll button(midle button) ক্লিক করুন,তাইলে এটা নতুন ট্যাব এ ওপেন হবে
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
সবাই ভাল থাকবেন!
আমার সাইট এ আপনাদের আমন্ত্রন রইল
বিঃদ্রঃ broadband / wimax ওয়ালারা খুব একটা বেশি স্পীড মনে হয় না উপভগ করতে পারবেন!
ধন্যবাদ।
আমি a das ovi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া এটা তো পুরানো খবর। এমনকি মজিলা তে ও হয়। নতুন কিছু হয়