ছোট্ট এই সফটওয়্যার এর সাহায্যে অটোম্যাটিক ক্লিক করবে আপনার কম্পিউটারের মাউস

auto-mouse-clicker

আপনি কি আরামপ্রিয়?

তাহলে আপনার জন্যই তৈরি হয়েছে এই সফটওয়্যারটি!

এর মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন?

১/ কোন ওয়েবপেজ অটো রিফ্রেস করতে পারবেন।

২/ পিসি অটো শাট ডাউন করতে পারবেন।

৩/ আরও অনেক কিছু, যা আমার জানা নাই, কিন্তু আপনারা আবিস্কার করবেন, এটি একবার ব্যবহার করা শুরু করলে!

যাইহোক, এবার পরিচয় করিয়ে দিই সেই ছোট্ট সফটওয়্যারটির সাথে।

ইনার নাম FREE AUTO MOUSE CLICKER!

ডাউনলোড করুন মিডিয়াফায়ার এর এই লিংক থেকে

[ক্লিক নাম শুনে যারা পিটিসি এর গন্ধ পাচ্ছেন, সেই পিটিসিওয়ালাদেরও হয়ত কাজে লাগবে এটি!]

আসল কথা হল, এই সফটওয়্যারটি চালু রাখলে আপনি একটি নির্দিষ্ট সময় পর পর আপনার মাউস কার্সর যেখানে আছে, সেখানে অটো ক্লিক পাবেন!

ব্যবহার করা এতই সহজ, কোন শিশু-ও পারবে!

তবুও বলি, ইন্সটল শেষে ওপেন করলে এরকম দেখতে পাবেন.

আশা করি আর কিছু বলতে হবে না।

বুঝতেই পারছেন, শুধু CLICK INTERVAL আর CLICK OPTION টা সেট করে START এ ক্লিক করলেই এটি কাজ শুরু করে দিবে।

এবার আপনার স্ক্রিনের যেখানে একটু পর পর ক্লিক লাগবে, সেখানে মাউস কার্সরটা নিয়ে রেখে নিশ্চিন্তে ঘুমান!

সেট করা সময়ের ব্যবধানে অটোম্যাটিক ক্লিক করবে আপনার মাউস!

এবার আবার বলবেন না, এটা দিয়ে অটো শাট ডাউন কিভাবে করে!

ধরুন আপনি গান শুনতে শুনতে ঘুমানোর প্ল্যান করলেন। মোটামুটি ১ ঘণ্টা পর ঘুমাবেন ভেবে নিলে এই সফটওয়্যারটি চালু করে CLICK INTERVAL ১ ঘণ্টা সেট করে পিসি'র SHUT DOWN বাটন এর উপর রেখে ঘুমান! [যদিও অটো শাট ডাউন আরও অনেক উপায়ে করা যায়, এটাও যে একটা উপায়, সেটা কি জানতেন?]

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

ভালো লাগলে এরকম আরও টিপস পেতে ভিজিট করুন আমার ওয়েবসাইট HITBANGLA.COM

Level 0

আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you

Level 0

Nice post. Lovely softwere. Thanks for your post.

ভাল সফটওয়্যার ।

onek shundor software

Level 0

onek shundor software

onek shundor software.thanks