যারা উইন্ডোজ ৮ প্রফেশনাল পিসি তে ইন্সটল করেছেন ,কিন্তু ব্যবহার করতে কস্ট হচ্ছে কারন এতে Start Menu নেই , আমরা সবাই Start Menu ব্যবহার করে অভ্যস্ত তাই হয়তো ইন্সটল করে সস্তুস্ট হন নাই । যারা উইন্ডোজ ৮ প্রফেশনাল এ Start Menu চান তাদের জন্য আমার এই পোস্ট। আসুন ডাউনলোড করে নেই এখান থেকে ।
ইন্সটল করা শেষ হলে উপরের ন্ক্রিন আসলে আপনার পছন্দ অনুযায়ী Strat menu এর উপর ডাবল ক্লিক করুন ।
২ য় পদ্বতি হলো ঃ
Win + R চেপে Run চালু করুন । এবার regedit লিখে Enter দিন । regedit চালু হলে HKEY_CURRENT_USER\Software\Windows\CurrentVersion\Explorer যান এবৎ RPEnabled এর উপর ডাবল ক্লিক করুন Dword Value পরির্বতন করে ১ এর স্হানে ০ লিখুন Enter দিন ।
বিঃ দ্রঃ নিজ দ্বায়িত্বে ইন্সটল করিবেন উইন্ডোজ এর কোন প্রকার সমস্যা হলে টিউনার দ্বায়ী নহে ।
আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।
@Rex
বিঃ দ্রঃ নিজ দ্বায়িত্বে ইন্সটল করিবেন উইন্ডোজ এর কোন প্রকার সমস্যা হলে টিউনার দ্বায়ী নহে ।এই ধরনের কথা লিখার পর আপনার টিউনস এর উপর কি কারো কোন interest থাকবে বলে আপনি মনে করেন ?
এই ধরনের টিউন না করাই ভাল|