সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজকের বিষয়টি হচ্ছে ঘড়ি ।অনেক টেম্পেলেটের সাথে ঘড়ি থাকে,আর যে-সব টেম্পেলেটেরের সাথে থাকে না,তারা খুব সহজে ঘড়ি যুক্ত করতে পারেন।এ জন্য যা আপনাকে করতে হবে,প্রথমে আমার দেওয়া সাইট গুলো থেকে কোড সংগ্রহ করতে হবে।এখান থেকে অনেক ধরনের ঘরি পাবেন এবং কেলেন্ডারের কোড পাবেন,উন্টার,ডিজিটাল,ডিজিটাল ভিডিও টাইম,ফ্লাওয়ার,ফান,হার্টস,রোমান্টিক,ইত্যাদি অনেক ধরনের কোড পাবেন এবং আপনার ছবি দিয়ে ফটো ফ্রেম এর মাধ্যমে ব্লগ সাইটে প্রদর্শন করাতে পারবেন এবং নানা ধরনের কাল্যেন্ডারের ডিজাইন পাবেন ,আর দিরি না করে চলুন ব্লগ সাজাই।
বিভিন্ন রং এর ঘড়ি পাবেন যা দিয়ে ,আপনার ব্লগ সাইটে ফ্রী আনালগ ওয়েব ঘড়ি বসাতে পারেন। এ জন্য আপনাকে এই সাইট থেকে কোড সংগ্রহ করতে হবে।
আপনি এখান থেকে সাধারন ডিজাইনের ঘরি সিলেক্ট করতে পারেন।
এটা যে ভাবে ব্লগে সংযুক্ত করতে হবে,প্রথমে ব্লগ লগইন করুন ,তারপরে লে-আউট ক্লিক করুন ,গ্যাডগেইট ক্লিক করে
edit html/javascript কিল্ক করুন,আপনার কোড পেষ্ট করুন।আমি আপনাদের সাথে একোড গুলো শিয়ার করলাম ,যদি আপনাদের কারো এ কোড গুলো কাজে দেয় তাহলে আমার এই টিউন-টি সার্থক।
আমি এস এম নাদিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নাদিম ,আমি গাজিপুরে থাকি,আমি Multi Level Marketing এ Business করি।এবং পাশাপাশি অনলাইনে আড্বা ,এক কথাই খুব ব্যস্ত।
নিঃসন্দেহে ভালো ও দরকারি টিউন।চালিয়ে যাও…
ধন্যবাদ।