ফেসবুক বন্ধুদের জন্মদিনের ফ্রী এসএমএস এলার্ট নিন আপনার মোবাইল এ

আমাদের সবারই ফেসবুক এবং জিমেইল অ্যাকাউন্ট আছে। এই ২ টি অ্যাকাউন্ট ব্যাবহার করে খুব সহজে ফেসবুক বন্ধুদের জন্মদিনের এসএমএস এলার্ট আপনি আপনার মোবাইল এ পেতে পারেন।

নোটঃ বুঝানোর সুবিধার জন্য অনেকগুলো ধাপ হয়ে যেতে পারে। একটু সময় নিয়ে পরবেন কারন আসলে অনেক সহজ পদ্ধতি। পড়তে যত সময় লাগবে করতে তার থেকেও কম সময় লাগবে।

১- প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করুন।

২- এবার এ লিঙ্ক যান।

৩- ফেসবুক এর একটি ক্যালেন্ডার পেজ আসবে।

৪- পেজটির ডান দিকের উপরে নিচের চিহ্নিত জায়গায় ক্লিক করুন। এরপর export এ ক্লিক করুন।

৫- একটি বক্স আসবে, তাতে export your friends' birthdays এ মাউস পয়েন্টার রেখে মাউস এর রাইট বাটন ক্লিক করে copy link location এ ক্লিক করুন।

৬- এবার এই লিঙ্ক থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে গুগল ক্যালেন্ডার এ লগইন করুন।

৭- পেজ ওপর দিকে ডান পাশে setting-> Settings-এ যান।

৮- যে পেজ আসবে তাতে mobile setup নির্বাচন করুন।

৯- এরপর Phone number লেখা বক্সে +৮৮সহ আপনার মোবাইল নম্বরটি লিখুন এবং Send verification code-এ ক্লিক করুন।

১০- কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল ফোনে একটি এসএমএস পাবেন, যাতে পাঁচ অঙ্কের একটি ভেরিফিকেশন কোড থাকবে। ওয়েবসাইটের Verification code বক্সে আপনার কোডটি লিখে finish setup ক্লিক করুন।

১১- save বাটন ক্লিক করুন।

১২- এখন গুগল ক্যালেন্ডার এ মেইন পেজ এ বাম দিকে other calender এর পাসের তীর চিহ্ন এ ক্লিক করে add by url এ ক্লিক করুন।

১৩- এবার url বক্স এ ৫ নং ধাপে কপি করা লিঙ্ক টি paste করুন। add calender এ ক্লিক করুন।

১৪- other calender এর নিচে friends birthdays নামে একটি ক্যালেন্ডার যুক্ত হয়েছে। এটি আপনার ফেসবুক বন্ধুদের জন্মদিনের ক্যালেন্ডার।

১৫- এবার friends birthdays এর পাসের তীর চিহ্ন এ ক্লিক করে calender settings এ ক্লিক করুন।

১৬- যে পেজ আসবে তাতে notifications এ ক্লিক করুন।

১৭- আপনার ফোন নাম্বার ঠিকমত verification হয়ে থাকলে পেজ এর ডান দিকে sms এর নিচে সব বক্স select করুন এবং পেজ এর উপরের দিকে remind me via এর পাশে add reminder ক্লিক করুন। মনে রাখবেন remind me via তে sms সিলেক্ট করবেন এবং আপনার সুবিধা মত সময় ঠিক করে দিবেন।

এভাবে আপনি ইচ্ছা মত এসএমএস এলার্ট ঠিক করতে পারবেন।

১৮- এবার সেভ বাটন এ ক্লিক করে বেরিয়ে আসুন।

ব্যাস আপনার কাজ শেষ। এবার ফেসবুক এর সব বন্ধুর জন্মদিনের এসএমএস আপনি পাবেন একদম ফ্রী তে আর বন্ধুদের সবার আগে জানিয়ে দিন জন্মদিনের শুভেচ্ছা।

Level New

আমি jewel9394। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Great tune. Keep it up.

Level 0

helpful……..

আমি শুনেছিলাম যে গুগল এর একটি সার্ভিস আছে যাতে প্রতিবার ইমেইল আসলেই মোবাইল এ এসএমএস নোটিফিকেশন আসে। কিভাবে এটা চালু করতে হয় জানালে খুশি হতাম 🙂

Level New

kajer tune korsen vai

দারুণ।

Awesome Tune Vaya !

Thanks for the nice post..! 🙂

Level 0

জুয়েল-ভাই তো পুরাই টাস্কি লাগাইয়া দিলেন …!!

Level New

thanks to all buddies… 🙂 🙂

Level 0

Thanks 😀

Level 0

অসাধারন
অসাধারন
অসাধারন
অসাধারন
অসাধারন
অসাধারন
অসাধারন

Darun laglo……..Thanx vai…..

Level 0

valo tune..thanx

txs

Level 0

boss hoina to cord asce na.RM

boss fb te events kothai thake aktu bolben ani link cacci na . jante caici . RM

Level 0

vai onek thanks quality tune korar jonno….