ইউটিউব ভিডিও ডাউনলোড করুন রিজিউম সাপোর্ট সহ……!!!

আমি একদমই নতুন একজন টিউনার । আগে কখোনোই কোথাও টিউন করিনি । এইটা আমার জীবনের প্রথম টিউন । তাই আমার টিউনটা আপনার ভালো না লাগলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি । 🙁

যাই হোক মুল কথায় আসি । আমরা সবাই ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব ব্যবহার করি, আইডিএম দিয়ে ডাউনলোড ও করি । কিন্তু বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছে । তারপরও আমরা অনেকেই Proxy ব্যবহার করে ইউটিউব ধুমসে ব্যবহার করতিছি । আজকে আমি সেরকমই একটা proxy website-এর address আপনাদের সাথে শেয়ার করব, এবং এই proxy website দিয়ে কিভাবে ইউটিউব থেকে resume সাপোর্ট সহ ভিডিও ডাউনলোড করা যায় সেইটা দেখাব ।

(Resume সাপোর্ট সহ ভিডিও ডাউনলোড করার জন্য  ব্রাউজার হিসেবে INTERNET EXPLORER ব্যবহার করলে ভালো হয়, এবং ডাউনলোডার হিসেবে আইডিএম ব্যবহার করতে হবে । মজিলাতে এইটা আমার ক্ষেত্রে কাজ করে নি, ক্রোম ব্যবহার করিনা, তাই ক্রোম এ কাজ করে কিনা সেইটা পরিক্ষা করা হয়নি । )

১. প্রথমে http://www.proxfree.com এ যান ।

২. এরপর ছবিতে দেখানো box-এ  http://www.youtube.com লিখে এন্টার চাপুন ।

৩. এরপর আপনার ইচ্ছামত ইউটিউব browse করতে থাকুন ।

৪. কোন ভিডিও দেখার সময় ডাউনলোড করতে চাইলে আইডিএম ব্যবহার করে ডাউনলোড করুন ।

৫. ছবিতে দেখা যাচ্ছে resume capability : no । এই no কেই আমরা এখন yes বানাবো । এই জন্য cancel-এ ক্লিক করুন ।

৬. এবার আইডিএম খুলুন । খেয়াল করুন videoplayback নামে একটা ফাইল আছে । এবার এই ফাইলটির উপর মাউস রেখে ডান বাটন ক্লিক করুন এবং resume download -এ ক্লিক করুন ।

৭. এখন ছবিতে দেখনো বক্সের মত একটা বক্স আসবে । ইয়েস এ ক্লিক করুন ।

৮. কাজ হয়ে গেছে......!!!! খেয়াল করে দেখুন এখন resume capability : yes হয়ে গেছে !

৯. এখন আপনার ডাউনলোড ফোল্ডারে যেয়ে দেখবেন আপনার ডাউনলোড করা ফাইলটির কোন file extension নায় । ঘাবড়াবার কিছু নেই । ফাইলটি rename করে নামের শেষে .flv লাগিয়ে দিন । দেখুন ফাইলটি ভিডিও ফরম্যাটে চলে আসছে ।

আজকে এই পর্যন্তই । টিউনটি ভালো লাগলে জানাবেন । আর যদি ভালো না লাগে, তাহলে কেন ভালো লাগেনি সেটাও জানাবেন । যদি কোন পরামর্শ থাকে সেটা জানালে অনেক খুশি হব ।

আর আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ।
আমার ফেসবুক আইডি http://www.facebook.com/ami.shai.sayed

Level 2

আমি নিশাচর আত্মা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আইডিএম দিয়েই তো রিজিউম সহ ডাউনলোড করা যায় , এত ঝামেলার কি দরকার বুঝলাম না ।

মজিলাতে এইটা ১০০% কাজ করে । আমি নিজেই মজিলা ১২ এ use করছি , ভাল কাজ করে |

    @শফিক: আসলে আমার ক্ষেত্রে কাজ করেনি । আমি অনেকবার চেষ্টা করছি । আবার এক্সপ্লোরার দিয়ে প্রত্যেকবার কাজ করছে । তাই ভাবছিলাম মজিলাতে কাজ করে না। তবে আপনার ক্ষেত্রে কাজ করে শুনে ভালো লাগল 🙂

    @শফিকঃ) আর এটা জানানোর জন্য অনেক ধন্যবাদ 🙂

সুন্দর হইছে।

Level 0

ভালো

ধন্যবাদ 🙂

ইউটিউব এর ভিডিও তে রিজিউম সাপোর্ট করে তাই ঝামেলার কিছু নেই। আপনি ইন্টারনেট এক্সপ্লোরার বাদ দিয়ে ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্যবহার করে দেখেন সহজেই পারবেন ভিডিও ডাউনলোড করতে।

টিউনের জন্য ধন্যবাদ!

Level 0

এত ঝামেলা করার দরকার কি?Hotspot shield ইউস করলেই হয়

@new-moon
Hotspot shield অনেক slow . proxfree এর speed , Hotspot shield এইর চেয়ে বেশী |