প্রতিদিন অনেক সময় ইন্টারনেট ব্রাউজ করে কাটান আপনি? যদি এই সময়টা জেনে নেওয়া যেত সঠিকভাবে তাহলে নিশ্চয়ই মন্দ হতো না? ফায়ারফক্সের একটি অ্যাড-অন এর মাধ্যমে সঠিকভাবে জেনে নেওয়া যায় প্রতিদিন কতটা সময় আপনি ইন্টারনেটে কাটাচ্ছেন। অ্যাড-অনটির নাম TimeTracker
ইন্সটল করার পর নিচে একেবারে ডানদিকে দেখতে পাবেন এই সময়। ইন্টারনেট addicted বিশেষ করে ব্লগারদের জন্য দারুন সহায়ক হতে পারে এটা। এর মাধ্যমে আপনি আপনার রাইটিং স্কিলও পরীক্ষা করতে পারেন। যেমনঃ একটাক পোস্ট লিখতে কত সময় লাগলো, কোন পেজ লোড হতে কত সময় লাগলো এই টাইপ আরকি
দ্যাখেন কেমন লাগে অ্যাড-অনটি।
আরো ভালো হলো লিচব্লক । কোন ওয়েবসাইটে দিনে কতটুকু সময় কাটাবেন, তা সেট করে দিতে পারেন, ঐ সময় পেরুলে বা দিনের নির্ধারিত সময়কালে ওসব সাইটে ঢুকতেই দিবে না।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
ধন্যবাদ রনি ভাই এই রকম একটি তথ্যের জন্য। আমি ব্লগ এ নতুন পাতা যোগ করার জন্য যে সাহায্য চাইছিলাম তা আমি মনে হয় ক্লিয়ার করে লিখতে বা বুঝাতে পারিনি তা হল এই- মনে করেন টিকটিউন সাইটে বা যে কোন সাইট বা ব্লগ এর জন্য যে মেনুবার ব্যবাহার করা হয় যেমন- প্রথম পাতা, আপনিো হোন টিকটিউনার, স্বাগতম, সাইন আউট এই বিষয় গুলা কি ভাবে ব্লগ এ তৈরি করে নিতে হয় তার জন্য সাহায্য চাইছিলাম। আশা করি আবার অ সাহায্য করবেন। আর আপনার ব্লগে আমি একই মন্তব্য করেছি। আপনাকে তাড়াতাড়ি জানাতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। (ব্লগ তৈরির ক্ষেত্রে আমি সম্পূর্ণ নতুন) তাই একটু এই অদমের দিকে খেয়াল রাকবেন।