ফায়ারফক্সের অ্যাড-অন দিয়ে জেনে নিন প্রতিদিন আনি কতক্ষন ইন্টারনেটে থাকেন ( আপডেটেড )

প্রতিদিন অনেক সময় ইন্টারনেট ব্রাউজ করে কাটান আপনি? যদি এই সময়টা জেনে নেওয়া যেত সঠিকভাবে তাহলে নিশ্চয়ই মন্দ হতো না? ফায়ারফক্সের একটি অ্যাড-অন এর মাধ্যমে সঠিকভাবে জেনে নেওয়া যায় প্রতিদিন কতটা সময় আপনি ইন্টারনেটে কাটাচ্ছেন। অ্যাড-অনটির নাম TimeTracker

ইন্সটল করার পর নিচে একেবারে ডানদিকে দেখতে পাবেন এই সময়। ইন্টারনেট addicted বিশেষ করে ব্লগারদের জন্য দারুন সহায়ক হতে পারে এটা। এর মাধ্যমে আপনি আপনার রাইটিং স্কিলও পরীক্ষা করতে পারেন। যেমনঃ একটাক পোস্ট লিখতে কত সময় লাগলো, কোন পেজ লোড হতে কত সময় লাগলো এই টাইপ আরকি ;)

দ্যাখেন কেমন লাগে অ্যাড-অনটি। :)

আরো ভালো হলো লিচব্লক । কোন ওয়েবসাইটে দিনে কতটুকু সময় কাটাবেন, তা সেট করে দিতে পারেন, ঐ সময় পেরুলে বা দিনের নির্ধারিত সময়কালে ওসব সাইটে ঢুকতেই দিবে না।

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ রনি ভাই এই রকম একটি তথ্যের জন্য। আমি ব্লগ এ নতুন পাতা যোগ করার জন্য যে সাহায্য চাইছিলাম তা আমি মনে হয় ক্লিয়ার করে লিখতে বা বুঝাতে পারিনি তা হল এই- মনে করেন টিকটিউন সাইটে বা যে কোন সাইট বা ব্লগ এর জন্য যে মেনুবার ব্যবাহার করা হয় যেমন- প্রথম পাতা, আপনিো হোন টিকটিউনার, স্বাগতম, সাইন আউট এই বিষয় গুলা কি ভাবে ব্লগ এ তৈরি করে নিতে হয় তার জন্য সাহায্য চাইছিলাম। আশা করি আবার অ সাহায্য করবেন। আর আপনার ব্লগে আমি একই মন্তব্য করেছি। আপনাকে তাড়াতাড়ি জানাতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। (ব্লগ তৈরির ক্ষেত্রে আমি সম্পূর্ণ নতুন) তাই একটু এই অদমের দিকে খেয়াল রাকবেন।

Level 0

ধন্যবাদ রনি ভাই এই রকম একটি তথ্যের জন্য। আমি ব্লগ এ নতুন পাতা যোগ করার জন্য যে সাহায্য চাইছিলাম তা আমি মনে হয় ক্লিয়ার করে লিখতে বা বুঝাতে পারিনি তা হল এই- মনে করেন টিকটিউন সাইটে বা যে কোন সাইট বা ব্লগ এর জন্য যে মেনুবার ব্যবাহার করা হয় যেমন- প্রথম পাতা, আপনিো হোন টিকটিউনার, স্বাগতম, সাইন আউট এই বিষয় গুলা কি ভাবে ব্লগ এ তৈরি করে নিতে হয় তার জন্য সাহায্য চাইছিলাম। আশা করি আবার অ সাহায্য করবেন। একটি ব্লগ সাইটি কি একই সাথে দুইটি ভাষা ব্যবহার করা যায় ? মানে বাংলা এবং ইংরেজি ? আর আপনার ব্লগে আমি একই মন্তব্য করেছি। আপনাকে তাড়াতাড়ি জানাতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। (ব্লগ তৈরির ক্ষেত্রে আমি সম্পূর্ণ নতুন) তাই একটু এই অদমের দিকে খেয়াল রাকবেন।

    হ্যা । একটি ব্লগে দুইটি ভাষা কেন হাজারটা ব্যবহার করা যায়। প্রথম পাতা, আপনিো হোন টিকটিউনার, স্বাগতম, সাইন আউট এগুলো তৈরীর টিউটোরিয়ালই ঐ পোস্টে দিয়েছিলাম আমি। যাহোক আপনাকে ঠিকমতো বোঝাতে পারিনি। কমেন্টের উত্তরে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরও বুঝতে না পারলে কমেন্ট করুন। আমি বোঝানোর চেষ্টা করব। উল্লেখ্য, আমার ব্লগে
    * প্রথম পাতা
    * সফটওয়্যার
    * রনি
    * বাংলা সিনেমা
    * ইংরেজী ই-বুক
    * বাংলা ই-বুক
    * সংবাদপত্র ও ম্যাগাজিন
    * পরামর্শ, জিজ্ঞাসা , অনুরোধ
    * Bangla Help?
    পেজগুলো এভাবেই তৈরি করা।

Level 0

অপেক্ষায় রাইলাম ধন্যবাদ।

    রিপ্লাই দিলাম। চেক করেন। কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন।

ভালো জিনিস, ইনস্টল করলাম।

ধন্যবাদ রনি পারভেজ
“কম্পিউটার ব্যবহারের সময় জেনে নিন!!” -এইটি জানাতে নিচের টিউনটি দেখুন
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/12410/

Level 0

অনেক এবং অনেক ধন্যবাদ রনি ভাই আপনার সাহায্যের জন্য। সেই সাথে আর ব্লগ বিষয়ে নতুন কিছু *জানার ইচ্ছা। মনে করেন আমার ব্লগ এ সদস্য রেজিস্টেসন এর মাধ্যেম প্রবেশ করবে এই রকম সিস্টেম কি ভাবে করা যায়। উপরোক্ত শর্ত গুলা মেনে এই সাইটের সদস্য হলাম এই রকম একটা উক্তি থাকবে এবং তার পাশে সঠিক চিহ্ন দেয়ার জন্য একটি বক্স থাকবে। প্লিজ ভাই আবারো সময় হলে সমাধান টা দিবেন। একই মন্তব্য আপনার সাইটে থাকল।

আরে খুব ভালো জিনিস। রনি ভাই আপনে তো …………………

Level 0

thx roni bro