Slow কম্পিউটার করে নিন Fast [পর্ব-০৫] :: জেনে নিন আরো কিছু তথ্য

Slow কম্পিউটার করে নিন Fast

আসসালামু  আলাইকুম  । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ।  ভালো থাকাটাই  সবসময়ের প্রত্যাশা  । আমি আইমান । ইতিপূর্বে  কম্পিউটার এর ট্রাবলসুটিং বিষয়ে ৪ পর্বের ধারাবাহিক নিয়ে আলোচনা করেছি ।  আজ এর ৫ম পর্ব, সাথে  ডস এর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড সম্পর্কে জানাবো  । এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কাজে আসতে পারে  । বিগত টিউনটি ছিল কম্পিউটারের এডমিনিসট্রেটর পাসওয়ার্ড ভুলে গেলে এ বিষয়ে নির্দেশনা । যাইহোক আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করব ।  বিভিন্ন কম্পিউটার এ  BIOS ঢুকার পদ্ধতি ভিন্ন ভিন্ন, তবে বেশির ভাগ ক্ষেত্রেই DEL অথবা F2, কোনো কোনো মাদারবোর্ড এর ক্ষেত্রে  F10 অথবা  F1 হয়ে থাকে। সেক্ষেত্রে একসাথে কী গুলো প্রেস করে BIOS এ ঢুকতে পারবেন ।  DOS থেকে কন্ট্রোল পেনেল এর ইউজার একাউন্ট এ ঢুকতে  C : \> nusrmgr.cpl এই কমান্ডটি লিখে এন্টার দিন । পেয়ে যাবেন ইউজার একাউন্ট ডায়লগ বক্স । DOS থেকে কোনো ড্রাইভ  ফরমেট করতে চাইলে C : \> Format D : লিখে এন্টার প্রেস করুন  । কনফার্ম মেসেজ আসলে ওকে করে কনফার্ম করুন Y প্রেস করে  । একইভাবে E ড্রাইভ ফরমেন্ট দিতে চাইলে লিখুন  C : \> Format E  : কনফার্ম মেসেজ আসলে ওকে করে কনফার্ম করুন Y প্রেস করে ।  DOS থেকে কোনো ড্রাইভ এর ফাইল দেখতে চাইলে C : \>Dir  লিখে এন্টার প্রেস করুন  । C : \>Dir /P  লিখলে সবগুলো ফাইল  আপনি পেজ আকারে দেখতে পাবেন  এবং  এন্টার প্রেস করার মাধ্যমে পরবর্তী পেজ এ যেতে পারবেন ।  C : \>Dir /S  লিখে এন্টার দিলে সকল সিস্টেম ফাইল দেখতে পাবেন  । DOS থেকে বের হয়ে যেতে চাইলে  C : \> Exit  লিখে এন্টার দিন ।

এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস :

  •  আপনার কম্পিউটার এর স্পিড বাড়াতে আপনার রেম খালি করে রাখার চেষ্টা করবেন
  •  হার্ড ডিস্ক এ অপরিচিত কোনো সফটয়ার  রাখবেন না
  •  এন্টিভাইরাস আপডেট রাখুন ৩ দিন পর পর
  •  হার্ড ডিস্ক এর সকল ড্রাইভ স্ক্যান  করে ভাইরাস ক্লিন করুন প্রতি সপ্তাহে  অন্তত ১দিন
  •  পেন ড্রাইভ স্ক্যান না করে ওপেন করবেন না  এবং  ডাবল ক্লিক দেয়া থেকে বিরত  থাকবেন
  •  প্রতিদিন কাজ শেষে অতিরিক্ত সকল ফাইল মুছে ফেলুন
  •  ভার্চুয়াল মেমরি বাড়িয়ে রাখুন আপনার মেমরির দিগুন

স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে ১টি ১টি করে লিখুন আর এন্টার দিন

Prefetch, Temp, %Temp%, Recent, Cookies তারপর সব ফাইল ডিলিট  করুন  ।

এছাড়াও ...

  • স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার এর কনফিগারেশন দেখতে লিখুন dxdiag আর এন্টার দিন  ।
  • স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার এর রেজিস্ট্রি এডিটর দেখতে লিখুন regedit আর এন্টার দিন  ।
  • স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার স্টার্টাপ অপশন এডিট করতে লিখুন msconfig আর এন্টার দিন  ।
  • স্টার্ট মেনুতে গিয়ে রান এ গিয়ে আপনার কম্পিউটার মেনেজমেন্ট কনসোল  দেখতে লিখুন mmc আর এন্টার দিন  ।

ধন্যবাদ।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম… কাজের টিউন 😀

Level 0

কাজে লাগবে , আরেকটু বিস্তারিত লিখলে আরও ভাল হত।
আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকেও ।

Level 0

ধন্যবাদ

আগামীকাল ১০/১০/২০১২ইং তারিখ রোজ বুধবার রাতে আমার বাবা সৌদি আরব যাত্রা করবেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে । তিনি সকলের দোয়া প্রার্থী । সবাই দোয়া করবেন আমার বাবার জন্য । ধন্যবাদ ।

Level 2

Thanks.
Fi-Amanillah.

Level 0

ভালো হযেছে ভাই এই ভাবে টিটি তে লিখতে থাকুন আমরা আপনার সাথে আসি ইনশাআল্লাহ
http://www.techorb4u.blogspot.com সাইট তা দেখেন ভালো লাগবে ।

DOS- এ কেমনে প্রবেশ করবো ?

ধন্যবাদ

DOS এ প্রবেশ করতে হলে Start মেনুতে ক্লিক করে Run এ ক্লিক করুন, সেখানে লিখুন cmd তারপর এন্টার দিন । এখন কমান্ড লিখে দেখুন । @Tasnim Ahmed RiSAN ধন্যবাদ সবাইকে ।