খুব সহজে নিজের বয়স বের করুন MS EXCEL দিয়ে !!!

সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি টেকটিউনস এ আমার 2nd  টিউন। আজ আমার টিউনের বিষয় হল MS Excel.

আমরা সবাই কম বেশি Excel এর কাজ জানি।  Excel এর Function এর কাজ জানা থাকে তবে Excel দিয়ে অনেক কঠিন কাজ অনেক সহজেই করা যায়। আমি এক্সেল এর কিছু Function ব্যাবহার করে কি ভাবে আপনার বয়স অথবা কোন নিদিষ্ট দিনে বয়স কতো (অনেক  সময়ে চাকরির আবেদনের জন্য দরকার হয়) তা বের করার একটি প্রোজেক্ট করেছি। আপনি মাত্র 21 K.B. xls ফাইলটা এখান থেকে নামিয়ে নিতে পারেন।

তবে লক্ষ্য রাখতে হবে যেন আপনার কম্পিউটার এর সময় এবং তারিখ ঠিক থাকে। না হলে সঠিক ফলাফল আসবে না। যারা Microsoft Office 2007 এর নিচের ভার্সন গুলো ব্যবহার করেন তাদেরকে Tools মেনুতে গিয়ে  Add-Ins>Analysis ToolPak টা নামিয়ে নিতে হবে, না হলে এটা সঠিক ভাবে কাজ করবে না।

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং সেই সাথে কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।

Level 0

আমি Animash Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি এইটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম! আমার কাছে এই রকম একটা ফাইল আছে কিন্তু সেটা read-only file যার সূত্র গুল দেখা যায় না…আবার ও ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

thnx bro…ami excel e kisu sutro pari aj arekta new sikhlam….

অনেক অনেক ধন্যবাদ……@Hasan and Ziajuel

Level 0

ভাই খুব সুন্দর হইছে । এ রকম টিউন পরতে ভালো লাগে ।
http://techorb4u.blogspot.com/ সাইট টা দেখেন ভালো লাগবে ।

Link kothae boss ………

“21 K.B. xls ফাইলটা এখান থেকে নামিয়ে নিতে পারেন” উপরের এই লাইনটির মধ্যে “এখান” লিঙ্কটা দেওয়া আছে । আপনার সুবিধার জন্য লিঙ্কটা আবার দিয়ে দিলাম http://www.mediafire.com/?80adt0e9yddi909

Level 0

Animash Saha ভাই, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা ভাই আমার মনে হয় আপনিই পারবেন। আমার একটি সমিতির জন্য হিসাব করার জন্য একটি সফটয়ার দরকার। তৈরী করে দিতে পারলে খুবই ভাল হত। আশা করি উত্তর দিবেন।
https://www.techtunes.io/help-ask/tune-id/157399

    @jamal10:

    জামাল ভাই আমি আপনার জন্য চেষ্টা করতে পারি কিন্তু তার জন্য বিস্তারিত জানা দরকার তাই আপনি আমার মেইল এড্রেসে যোগাযোগ করুন।