সবাই কেমন আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো?আমিও অনেক ভালো আছি। আজ আপনারদের জন্য নিয়ে আসলাম আপনাদের অনুরোধে wordpress এর একটা চমৎকার plugin. এর মারধ্যমে আপনার ওয়েবসাইট এ top post কারির নাম এবং পোস্ট সংখ্যা দেখা যাবে যে খানে আপনি চান। তাহলে বন্ধুরা নিতে আগ্রহি তো। নিতে হলে কিন্তু কমেন্ট করতে হবে।
আপনি কি ভাবে এই plugin Install করবেন?
১। আপনি আপানার wp-admin panel এ যান।
২। plugin থেকে add new তে ক্লিক করুন।
৩। upload এ ক্লিক করুন।
৪। browser এ ক্লিক করে আপার desktop থেকে download কৃত ফাইলটি select করুন।
৫। install now তে ক্লিক করুন।
৬। active this plugin এ ক্লিক করুন।
৭। এবার appearance থেকে widgets এ ক্লিক করুন।
৮। widgets থেকে highest Authors নামে একটা widgets দেখতে পাবেন। ওটাকে আপনার sidebar এর যেখানে দেখতে চান সেখানে আপনার ইচ্ছামত settings করে add করুন।
আপনার কাজ শেষ। এবার main page এ যেয়ে দেখুন।
ডাউনলোড করুন এখান থেকে।
আমি smart_shovon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apnar site ta valo simple er vitor onk e valo.